জামেয়া বায়তুল কোরআন সিলেটের বার্ষিক ইসলামী সম্মেলন সম্পন্ন
মৃত্যুর ভয় অন্তরে জাগ্রত থাকলে আল্লাহ’র নাফরমানী কাজে মন অগ্রসর হবেনা। মৃত্যু এমন এক জিনিষ যার ভয়াবহতা সম্পর্কে জানতে হলে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। আমরা মুসলমান আল্লাহ ও তার রাসুলের পথে আমাদেরকে চলতে হবে। তাহলে দুনিয়া ও আখেরাতের মুক্তি সম্ভব। মাদ্রাসা দীনি প্রতিষ্ঠান। এখানে কোমলমতি শিশু কিশোরদের সঠিক ধর্মীয় জ্ঞান দিলে তারা সঠিক পথেই থাকবে কখনও ভ্রান্ত হবেনা।
মঙ্গলবার (৪ জানুয়ারী) শাবিপ্রবি গেইট সংলগ্ন মাহমুদাবাদ জামেয়া বায়তুল কোরআন সিলেটের বার্ষিক ইসলামী সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংক উপ-মহাব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলামসহ ইসলামী গবেষক ও আলোকবৃন্দ।
পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন জামেয়ার উপদেষ্টা আ. ন. ম ওহিদ কনা মিয়া, সহ সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন ও ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ এর পরিচালক জাহিদ হোসেন। জামেয়ার পরিচালক শামসীর হারুনুর রশীদ ও মাওলানা মাসুম আহমদের যৌথ পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বয়ান পেশ করেন খ্যাতিমান ইসলামী চিন্তাবীদ মাওলানা মুফতি বশির আহমদ। বয়ান পেশ করেন আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.) এর সাহেবজাদা মাওলানা জামিল আহমদ, জামেয়া ফারুকিয়্যার মুহতামিম মাওলানা ক্বারি আব্দুল মতিন, হাফেয মাওলানা নজমুদ্দিন কাসিমী, হাফিয মাওলানা শাহিরুজ্জামান হাবিবী।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন শাবিপ্রবির জিইবি বিভাগের অধ্যাপক ড. মোঃ শামসুল হক, সিলেট জজকোর্টের ভিপি, জিপি একে এম ফখরুল ইসলাম।
উপস্থিত ছিলেন টুকেরবাজার ইউপি মেম্বার গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ সিদ্দিকী শুভ, ইউরোপ কমিউনিটি নেতা মোঃ মিজান আহমদ, উপদেষ্টা মোঃ আফসা মিয়া, লোকমান মির্জা, শাহ মোঃ লোকমান হোসেন, মাওলানা হাবিবুল্লাহ প্রমূখ।
Related News
বায়তুল মুকাররম মসজিদে নতুন খতিব নিয়োগ
দেশবরেণ্য ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আবদুল মালেককে (হাফি.) বায়তুল মুকাররম জাতীয়Read More
মুখ খুললেন, যে কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সারা
ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ভারতীয় অভিনেত্রী ও সঞ্চালক সারা আরফিন খান। অভিনেতা আরফিন খানকে বিয়েরRead More