জাফলংয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১২ শত ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ সিলেটের গোয়াইনঘাট থানাধিন জাফলং থেকে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৯। সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জাফলং চা বাগান এলাকার একটি সবজি দোকানের সামন থেকে তাকে আটক করা হয় বলে মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে জানায় র্যাব-৯।
আটক ব্যক্তির নাম মনিল ভূমিজ (২৮)। সে উপজেলার উত্তর প্রতাপপুরের মৃত গণেশ ভূমিজের পুত্র। র্যাবের দাবি মনিল ভূমিজ পেশাদার মাদক ব্যবসায়ী।
র্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি ইসলামপুর ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় জনসাধারণের সম্মুখে তার শরীর তল্লাশি করে ১২ শত ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মনিল ভূমিজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Related News

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান মিললো আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ফের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশRead More

মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুতRead More