পদ্মার পানি বিপদসীমার উপরে, ৪০ হাজার মানুষ পানিবন্দি
গত ১৫ দিনেরও বেশি সময় ধরে পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া কয়েক হাজার জনবসতি, ফসল ও রাস্তাঘাট তলিয়ে গেছে।
জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী জেলার ৪টি উপজেলার ১৩ ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। দুর্গত এলাকায় ইতোমধ্যে ত্রাণ সহায়তা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। তবে বন্যা দুর্গত এলাকায় ফসলি জমি প্লাবিত হওয়ার কোন হিসেব জেলা প্রশাসনের কাছে নেই।
এদিকে পদ্মায় গত ২৪ ঘন্টায় ২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে পদ্মার পানি দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে বিপদ সিমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির অভাব।
Related News
সমন্বয়কদের বৈঠক শেষে হাসনাত: উপদেষ্টা নিয়োগে অবশ্যই ছাত্রদের মতামত নিতে হবে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহবায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনের ফসল হলো অন্তর্বর্তী সরকার। তাইRead More
পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’ ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূুসের
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ পৃথিবীকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষা করার জন্য ‘শূন্যRead More