শেখ কামালের জন্মদিনে সিলেট সদর উপজেলায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিনে সিলেট সদর উপজেলায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ই আগষ্ট) সকালে উপজেলার হাটখোলা, মোগলাগাঁও, কান্দিগাঁও এবং খাদিমপাড়া ইউনিয়নের ১৬টি পরিবারের মধ্যে অনুদানের চেক প্রদান করেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শামীমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুসরাত-ই এলাহী, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন প্রমূখ। চাবাগানে
পরে সমাজসেবা অফিসের বাস্তবায়নে খাদিম চা বাগানে একটি চা শ্রমিক পরিবারকে দেওয়া পাকা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর ও আরেক প্রস্তাবিত পাকা ঘরের জমি পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। সাথে ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হীরণ মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুসরাত-ই এলাহী, স্থানীয় ইউপি সদস্য শামীম আহমদসহ বানের পঞ্চায়েতবৃন্দ।
Related News

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সিলেট
ছয় দফা দাবিতে সারাদেশের মতো সিলেটেও সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার দুপুরে নগরীর কেন্দ্রীয়Read More
বাংলা নববর্ষ উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আলোচনা সভা, রচনা চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতারRead More