Main Menu

সিলেটের ৬ আসনে বিএনপি–জোট প্রার্থীদের পক্ষে মৎস্যজীবী দলের নেতৃবৃন্দকে কাজ করার নির্দেশ ‎

আগামী ১২ ফেব্রুয়ারি, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটের ৬টি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের পক্ষে সর্বাত্মকভাবে কাজ করার নির্দেশ প্রদান করা হয়েছে।
‎সিলেট জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক মেম্বার এবং যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন এক যৌথ নির্দেশনায় বলেন, আমরা জানি আপনারা অনেক পুর্ব থেকেই ধানের শীষের বিজয়ের লক্ষে নিজ নিজ এলাকায় কাজ করে আসছেন, তার পারও আরও সক্রিয় হয়ে মাঠে ময়দানে দলীয় স্বার্থকে সর্বাগ্রে বিবেচনায় নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।
‎নেতৃবৃন্দ আরও বলেন, মনে রাখতে হবে—এটি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগে গড়ে ওঠা এবং তারেক রহমানের ভলিষ্ট নেতৃত্বে পরিচালিত দল। এই দলের স্বার্থ ও দেশের ভবিষ্যৎ উন্নতি অগ্রগতির বিষয়টি চিন্তা করে ধানের শীষ প্রতীকের পক্ষে সিলেট জেলার সকল উপজেলা কমিটির নেতৃবৃন্দ আমাদের কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করাই সময়ের দাবি।
‎তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সিলেটের ৬টি আসনে বিজয় নিশ্চিত করতে মৎস্যজীবী দলের প্রতিটি নেতাকর্মীকে আত্মত্যাগী, সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‎বিবৃতিতে আরও বলা হয়, ধানের শীষ প্রতীক ও জোটের প্রার্থীদের নিজ নিজ প্রতীকের পক্ষে গণসংযোগ জোরদার করা, সাধারণ ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া এবং দলীয় ঐক্য অটুট রাখার মধ্য দিয়েই কাঙ্ক্ষিত বিজয় অর্জন সম্ভব।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *