Main Menu

জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের মিলন মেলায় সংবর্ধিত হলেন ২১ গুণীজন

স্টাফ রিপোর্টার
জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ গত ৩রা জানুয়ারী ২০২৬ খ্রিষ্টাব্দে আয়োজন করে মৌলভীবাজারে কবি, লেখক, সাহিত্যিক ও পাঠকের মিলন মেলা ২০২৬। নানা কর্মসূচির মধ্য দিয়ে ইংরেজি নববর্ষের শুরুতে এ আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০ টায় প্রথম অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় দুপুর ২টায়। দুপুরে লাঞ্চের বিরতি।
ছিল। প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান।

উদ্বোধক হিসেবে ছিলেন ইতিহাসবিদ ও সুলেখক অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব। প্রধান আলোচক ছিলেন লেখক ও গবেষক অধ্যাপক নন্দলাল শর্মা। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ রসময় মোহান্ত, অধ্যক্ষ জাহান আরা, অধ্যক্ষ আতাউর রহমান পীর,কর্ণেল (অবা:) সৈয়দ আলী আহমদ, অধ্যক্ষ কালাম আজাদ, সুলেখক আফতাব চৌধুরী, সুলেখক বেলাল আহমেদ চৌধুরী, লেখক প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল, দেওয়ান মাসুদুর রহমান চৌধুরী, মনসুর উদ্দীন আহমদ ইকবাল প্রমুখ।

জালালাবাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিজ্ঞান কবি, লেখক ও গবেষক হাসনাইন সাজ্জাদী। সভাপতিত্ব করবেন লেখক ও গবেষক এবং জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি সৈয়দ কামাল আহমদ বাবু। সঞ্চালনা করবেন জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট ড. মুহাম্মদ আবু তাহের।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাসউদ খান বলেন, আমাদের মূল সমস্যা নৈতিকতা থেকে সরে যাওয়া এবং সত্য কথা না বলা। মাওলানা ভাসানীর সান্নিধ্যের দিনগুলোকে স্মরণ করে তিনি বলেন হককথা পত্রিকা মাওলানা প্রকাশ করেছিলেন সত্যের জয়গান গাওয়ার জন্য। সত্য সব সময়ই শক্তিশালী এবং মিথ্যা দূর্বল হয়ে থাকে।

অনুষ্ঠানে সম্মাননা গ্রহণকারীরা হলেন: ১. বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর, চেয়ারম্যান, শ্রম আপীল ট্রাইব্যুনাল, বাংলাদেশ, ২. কবি আ ফ ম ইয়াহিয়া চৌধুরী সাবেক অতিরিক্ত সচিব ও রাষ্ট্রদূত, ৩. আনোয়ার হোসেন চৌধুরী, অতিরিক্ত সচিব গ্রেড-১ বাংলাদেশ সচিবালয়, ঢাকা, ৪. অধ্যক্ষ মাসউদ খান, ভাষা সৈনিক, লেখক ও শিক্ষাবিদ, ৫. অধ্যক্ষ রসময় মোহন্ত, লেখক ও গবেষক ৬. অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, লেখক ও গবেষক, ৭. অধ্যক্ষ মো. আবুল কালাম খান আজাদ, কবি ও সাহিত্যিক, ৮. অধ্যাপক নন্দলাল শর্মা, লেখক ও গবেষক, ৯. লে. কর্নেল অধ্যক্ষ আতাউর রহমান পীর, লেখক ও গবেষক, ১০. সৈয়দ মোহিবুল আমীন, কথাসাহিত্যিক, ১১. সাংবাদিক মনসুর উদ্দিন আহমদ ইকবাল, সাংবাদিক ও কলামিস্ট, ১২. অধ্যক্ষ মামুনুর রশিদ, কবি ও প্রাবন্ধিক, ১৩. অধ্যক্ষ জাহান আরা খাতুন, কবি ও শিক্ষাবিদ,১৪. মায়া ওয়াহেদ, শিক্ষাবিদ ও লেখক, ১৫. আপ্তাব চৌধুরী, সাংবাদিক ও কলামিস্ট, ১৬. লে. কর্ণেল সৈয়দ আলী আহমদ, শিক্ষাবিদ, লেখক ও সংগঠ, ১৭. দেওয়ান মাসুদুর রহমান চৌধুরী, লেখক ও গবেষক, ১৮ বেলাল আহমদ চৌধুরী, লেখক ও গবেষক, ১৯. হাসনাইন সাজ্জাদী, বিজ্ঞান কবি, লেখক ও গবেষক, ২০. বায়জীদ মাহমুদ ফয়সল, লেখক, প্রকাশক ও সংগঠক এবং ২১. আজিজুর রহমান চৌধুরী, সমাজকর্মী।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *