Main Menu

জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে ২০২৫ সম্পন্ন: আরাব যে কোন দুর্যোগকালীন সময় বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে করে থাকে, ড. মির শাহ আলম

অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ARAB)-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তব্যে ARAB-এর সভাপতি D.মির শাহ আলম (S21 MIR) বলেন, অ্যামেচার রেডিও শুধু একটি শখ নয়—এটি দুর্যোগকালীন সময় বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, বাংলাদেশের তরুণ সমাজকে প্রযুক্তিনির্ভর স্বেচ্ছাসেবায় যুক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে জানানো হয়, অ্যামেচার রেডিও অপারেটররা প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে সরকার ও বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ যোগাযোগ সহায়তা দিয়ে থাকেন। সাম্প্রতিক সময়ে ফেনী ও সিলেটের বন্যা, ৫ আগস্টের পর ট্রাফিক ব্যবস্থাপনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের সময় অ্যামেচার রেডিও অপারেটরদের ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়।

বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ৩০ লাখ অ্যামেচার রেডিও অপারেটর স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন। বাংলাদেশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত প্রায় ৭০০ জন অপারেটর এবং আরও হাজারো আগ্রহী তরুণ এই কার্যক্রমে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা লাইভ রেডিও কমিউনিকেশন, জরুরি যোগাযোগ কৌশল, আধুনিক রেডিও প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রমে অংশ নেন। এতে বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ARAB নেতৃবৃন্দ বলেন, এই আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে প্রযুক্তিনির্ভর স্বেচ্ছাসেবায় উদ্বুদ্ধ করবে এবং দেশের দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা আরও জোরদার করতে সহায়ক হবে।

শেষে আয়োজকরা জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে ২০২৫ সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সরকারি ও নীতিনির্ধারকদের আরও সহযোগিতা কামনা করেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *