Main Menu

সিলেট ৪ আসনে আরিফুল হক চৌধুরী বিএনপির মনোনয়ন পেয়েছেন বিষয়টি কতটুকু সত্য, মালেক মেম্বার

সিলেট জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার তার ফেইসবুক আইডিতে আজ সকালে সিলেট ৪ আসন নিয়ে পোস্ট করেছেন সেখানে তিনি লিখেন,
সিলেট ৪ আসন (জৈন্তা, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ আসনে আরিফুল হক চৌধুরী বিএনপির মনোনয়ন পেয়েছেন বিষয়টি কতটুকু সত্য, এ নিয়ে জনমনে গুঞ্জন উঠেছে। যদি তিনি মনোনয়ন পেয়ে থাকেন তাহলে দল থেকে এখনো ঘোষণা আসলোনা কেন?। তাহলেকি আমরা ধরে নেবো এটা একটা মিথ্যা গুজব রটানো হচ্ছে।
‎সিলেট ৪ আসন নিয়ে এখনো জনগণ আশাবাদী বিএনপির ত্যাগি নেতা, আন্দোলন সংগ্রামে যার বলিষ্ঠ নেতৃত্বে বিএনপি শক্তিশালী ছিলো এবং এখনো আছে সেই এডভোকেট শামসুজ্জামান জামান ভাইকে দল মনোনয়ন দেবে। যারা জামান ভাইকে নিয়ে গবেষণা করছেন তাদের মনে রাখা দরকার এডভোকেট শামসুজ্জামান জামান ভাইয়ের কাছ থেকে অনেক রাজনীতির অনেক কিছু শিখেছেন। মদনমোহন কলেজ, সরকারী কলেজ, এমসি কলেজে যখন ছাত্রদলের নাম গন্ধ ছিলোনা সেই সময়ে ছাত্রদলকে চাঙ্গা করেছিলেন তিনি। এডভোকেট শামসুজ্জামান জামান ভাইয়ের দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। আমরা আশাবাদী অল্প কিছুদিনের মধ্যে জামান ভাইয়ের সুখবর আসবে। জননেতা এম ইলিয়াস আলী সাহেবের দাপটে বিশ্বনাথ, বালাগঞ্জ ওসমানীনগরের মানুষ সারাদেশে একটি দাপটে চলত ঠিক সেই ভাবে জৈন্তা, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ আসনে এডভোকেট শামসুজ্জামান জামান ভাই এমপি হতে পারলে সেই এলাকার মানুষজন  সারাদেশে সে রকম দাপটে চলাফেরা করবে, ইনশাআল্লাহ।
‎এডভোকেট শামসুজ্জামান জামান ভাই একজন সৎ- সাহসী মানুষ।  তিনি একজন কাজের মানুষ তাকে কাজা লাগান। তিনি ছাত্র – জীবন থেকে ৪০ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। তাকে মনোনয়ন দিলে বিএনপির মুখ উজ্জ্বল হবে। এবং জনগণ তার দ্বারা উপকৃত হবে। তাকে মনোনয়ন দিলে সিলেট ৪ আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ও  দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে নেতাকর্মীরা একযোগে মাঠে কাজ করবে।







Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *