Main Menu

আ’লীগ ফ্যাসিস্টদের হামলা ও প্রাণনাশের হুমকিতে আতঙ্কিত শেখ উদ্দিনের পরিবার ‎

‎সিলেটের জালালাবাদ থানায় আওয়ামী লীগ ফ্যাসিস্টদের হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সম্প্রতি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জয়নুল আহমদ জয় নামে এক ব্যক্তি। তিনি সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকার শাহপুর (দক্ষিণপাড়া) বর্তমানে সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ড এর বাসিন্দা।

‎জিডিতে জয়নুল আহমদ জয় অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ ফ্যাসিস্ট কর্মী লিলু মিয়া, শ্যাম মিয়াসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তার পরিবারের ওপর নিপীড়ন চালাচ্ছে। তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পূর্ব শত্রুতার জেরে বিভিন্নভাবে তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।

‎জিডিতে আরও উল্লেখ করা হয়েছে, জমি ও পারিবারিক বিরোধের জেরে গত ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হামলাকারীদের আঘাতে জয়নুল আহমদ জয়ের বড় ভাই  সিএনজি চালক শেখ উদ্দিন (৫০) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় তিনি বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা (নং–১১/১৭৯, ধারা-১৪৩/৮৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০২/৩৯৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড মূলে দায়ের করেন, যা বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

‎তিনি অভিযোগ করেন, মামলাটি উচ্চ আদালতে চলমান থাকায় আওয়ামী লীগ ফ্যাসিস্টরা নিয়মিতভাবে হুমকি দিচ্ছে এবং ২০ মে ২০২৫ তারিখে দুপুর সাড়ে ১২টার দিকে জুমার নামাজে যাওয়ার পথে জামিনে থাকা লিলু মিয়া ও শ্যাম মিয়া বাড়ির সামনে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি প্রদান করে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন।

‎জয়নুল আহমদ জয় প্রশাসনের কাছে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।

‎জালালাবাদ থানার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। যার জিডি নং ১২৫৫/ ২৪.০৬.২০২৫।







Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *