স্পেন বার্সেলোনায় রোটারি ক্লাব ডায়াগোনালের সভায় সিলেট মহানগর রোটারি ক্লাবের সাবেক সভাপতির অংশগ্রহণ
স্পেন বার্সেলোনায় রোটারি ক্লাব ডায়াগোনালের সভায় সিলেট মহানগর রোটারি ক্লাবের সাবেক সভাপতির অংশগ্রহণ
বার্সেলোনা, ৮ সেপ্টেম্বর ২০২৫ — আন্তর্জাতিক রোটারি অঙ্গনের বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত রোটারি ক্লাব ডায়াগোনালের সাপ্তাহিক নিয়মিত সভায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ রোটারি জেলা ডি-৬৫ এর সিলেট মহানগর রোটারি ক্লাবের সাবেক সভাপতি (PP) রোটারিয়ান মোহাম্মদ আব্দুল কায়ুম (RFSM)।
সভায় রোটারিয়ান আব্দুল কায়ুম তাঁর নিজ ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং রোটারির মূল লক্ষ্য — আন্তর্জাতিক সৌহার্দ্য, মানবিক সেবা ও সমাজ উন্নয়ন — এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “রোটারি হলো সেতুবন্ধন, যা সীমান্ত, সংস্কৃতি ও ভাষার ভেদাভেদ ভুলিয়ে দিয়ে মানুষকে একত্রিত করে।”
অনুষ্ঠানে দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিক ব্যানার বিনিময় অনুষ্ঠিত হয়। এ ব্যানার বিনিময় ছিল ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার এক অনন্য প্রতীক, যা ভবিষ্যতে যৌথ কর্মসূচি ও আন্তর্জাতিক সেবামূলক উদ্যোগকে আরও শক্তিশালী করবে বলে উপস্থিত সকলে আশা প্রকাশ করেন।
সভায় বার্সেলোনার রোটারি ক্লাব ডায়াগোনালের বিভিন্ন পদাধিকারী, বিশিষ্ট রোটারিয়ান ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। আলোচনায় তাঁরা রোটারির বিভিন্ন চলমান প্রকল্প, আন্তর্জাতিক মানবিক কার্যক্রম এবং স্থানীয় সামাজিক উন্নয়ন উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন।
এক উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়। পরিশেষে একসাথে তোলা স্মৃতিচারণমূলক ফটোসেশন এ দিনের বন্ধুত্বপূর্ণ সমাবেশকে আরো বর্ণময় করে তোলে।
রোটারিয়ান আব্দুল কায়ুমের এই সফরকে উভয় ক্লাবের সদস্যরা আন্তরিকভাবে স্বাগত জানান এবং ভবিষ্যতে বাংলাদেশ ও স্পেনের রোটারি ক্লাবগুলোর মধ্যে সেতুবন্ধন আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
Related News
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More
খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে খাদিমনগর ইউনিয়ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মনোনীত প্রার্থী খন্দকার আব্দুলRead More

