৮ দফা দাবি নিয়ে জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ও পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান
৮ দফা দাবি নিয়ে সিলেটের জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, পুলিশ কমিশনার ও ট্রাফিক পুলিশের ডিসি বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ।
রবিবার (৭ সেপ্টেম্বর) এ ৮ দফা দাবি নিয়ে প্রথমে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সাথে সাক্ষাৎ করেন মানব কল্যাণ পরিষদ সিলেট এর সভাপতি ইমরান আহমদ ও গোলাপগঞ্জ
উপজেলা সভাপতি শাহাদাত হোসেনসহ নেতৃবৃন্দ।
দাবিগুলো হলো- ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে হকারদের নগরীর রাস্তা থেকে উচ্ছেদ করতে হবে। এক্ষেত্রে নগরীর হকারদের পূর্ণ তালিকা তৈরি করে তাদেরকে পূণর্বাসন কেন্দ্রে পাঠাতে হবে। এরপরও হকাররা পূণরায় রাস্তা দখল করলে প্রথমে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৮ হাজার টাকা জরিমানা এবং তারপরও যদি আবার রাস্তা দখল করে তাহলে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক দুই থেকে তিন মাসের কারাদণ্ডের ব্যবস্থা করা। অনিয়মতান্ত্রিকভাবে গাড়ি পার্কিং করলে গাড়ির মালিক, দোকানের মালিক ও মার্কেটের মালিকদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা করা। যানজট সৃষ্টি হয় এমন অবৈধ বিভিন্ন গাড়ির স্টেশন উচ্ছেদ করা। অনুমোদনহীন গাড়ি চলাচল বিশেষকরে ব্যাটারিচালিত অটোরিক্সা নিষিদ্ধ করা। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নতুন করে নগরীতে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা নিবন্ধনের অনুমতি না দেওয়া। সিলেটের ঐতিহ্যবাহী ক্বীন ব্রীজ থেকে সম্পূর্ণরূপে হকার উচ্ছেদে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা। উপরে উল্লেখিত পয়েন্টগুলোতে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা। ট্রাফিক পুলিশের কাজের স্বচ্ছতা যাচাই করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা। এছাড়াও জনগণকে ট্রাফিক নিয়ম মানার জন্য প্রশাসন কর্তৃক ব্যাপক প্রচার প্রচারণা চালানো। নেতৃবৃন্দ উপরোক্ত দাবিগুলো গুরুত্বসহকারে দেখার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। উক্ত দাবির প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি
Related News
সোনাতলা বাজারে খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে ধানের শীষের লিফলেট বিতরণ
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপিরRead More
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের “অনুষ্ঠান ও বার্তা’র মানোন্নয়ন” বিষয়ে সেমিনার
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে “অনুষ্ঠান ও বার্তার মানোন্নয়ন” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “বেতারRead More

