সুরমা নদীর টুকেরবাজার এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন। প্রথম জৈন্তাপুর উপজেলা

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রায় দের যুগ পর আবারো বৃহত্তর টুকের বাজার এলাকাবাসী আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোব্বার (৭ সেপ্টেম্বর) বেলা ২টা থেকে শুরু হয়ে বিকেল ৬ টায় শেষ হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম হয়েছে জৈন্তাপুর উপজেলার দক্ষিণ কাঞ্চন, দ্বিতীয় হয়েছে কোম্পানীগঞ্জ উপজেলার ভাই ভাই যুব সংঘ পুটামারা, তৃতীয় হয়েছে জৈন্তাপুর উপজেলার ছাতার খাই লাল পরী।
নৌকা বাইচকে কেন্দ্র করে সুরমা নদীর দু’পাড়ে হাজারো মানুষের সমাগম ঘটে। প্রতিযোগিতাটি এক উৎসবে পরিণত হয়। নদীর দুই পাশে শত শত ভাসমান খাবারের দোকান ও বিনোদনের আয়োজন ছিল। সকাল থেকেই দর্শকরা নৌকা বাইচ উপভোগের জন্য ভিড় জমান।
আয়োজক কমিটির সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ছিলো নগর ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ছিলো একটি ফ্রিজ, তৃতীয় পুরস্কার ছিলো একটি টেলিভিশন। এছাড়া অংশগ্রহণকারী সকল দলের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা ছিল।
অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি, সিলেট জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক মেম্বারের আব্দুল মালেকের সভাপতিত্বে, জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক মো. এনাম হোসেন এবং জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফজল আহমদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক ভারপ্রাপ্ত মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দীর্ঘ দের যুগ পরে এবার এই আয়োজন ছিলো মানুষের মিলনমেলা ও উৎসব। এ ধরনের একটি বিনোদন করতে পেরে এ অঞ্চলের এবং দূর-দূরান্ত থেকে আগত মানুষজন অনেক আনন্দ উপভোগ করেছেন আগামী বছরও যেন একইভাবে আয়োজন করা হয়, সেই প্রত্যাশা করছি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান ড. শাহজামাল নুরুল হুদা, সহ-সভাপতি ও জালালাবাদ থানা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব শহীদ আহমদ চেয়ারম্যান, জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. আব্দুর রহমান, বিশিষ্ট সমাজসেবী আশরাফুর রহমান চৌধুরী, ডা. খলিলুর রহমান, ৩৮ নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক হাজী শাহজাহান মিয়া, ৩৯ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আলী আহমদ, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হোসেন মেম্বার, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসনাত, মহানগর কৃষক দলের সহ-সভাপতি ফখর উদ্দিন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব, সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. নুরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওসমান হারুন পনির, প্রথম পুরস্কার দাতা বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজসেবক এমদাদুর রহমান চৌধুরী সামি, দ্বিতীয় পুরস্কারদাতা মহানগর বিএনপির সহ-সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, জালালাবাদ থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দুলাল আহমদ, দেলোয়ার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, জালালাবাদ থানা যুবদল নেতা আব্দুর রকিব, যুবদল নেতা নুরুল হক ও রাসেল আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা জুনেদ আহমদ প্রমুখ।
Related News

সুরমা নদীর টুকেরবাজার এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন। প্রথম জৈন্তাপুর উপজেলা
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রায় দের যুগ পর আবারো বৃহত্তর টুকের বাজারRead More

বাংলা ছড়া সাহিত্যে সিলেটের লেখকদের গৌরবোজ্জ্বল অবদান রয়েছে
বাংলা ছড়া সাহিত্যে সিলেটের লেখকদের গৌরবোজ্জ্বল অবদান রয়েছে। ছড়াকার আবু সালেহ, ছড়াকার রফিকুল হক দাদুভাইসহRead More