Main Menu

মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট বিভাগী ক্রীড়া সংস্থার আহবায়ক ড. মো: এনামুল হক চৌধুরী বলেন, ‘সৎ ভাবে সমাজের অপরাধ লিখনির মাধ্যমে তুলে ধরতে হবে। সাংবাদিকতায় যদি অসৎভাবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করতে না পারেন তাহলে পুরো জাতিকে বিভ্রান্তির দিকে ঢেলে দিবেন।’

শনিবার (১২ জুলাই) মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ‘সাংবাদিকতা করতে হলে বেসিক পড়াশোনা করা অত্যন্ত জরুরি। মাইক্রোফাইনান্স আসলে কি এই বিষয়টা যদি না জানেন এবং না বুঝেন শুধুমাত্র পত্রিকায় পড়ে মাইক্রোফাইনান্সের বিশ্লেষণ করা সম্ভব হবে না। সাংবাদিকতা করতে হলে বেসিক পড়াশোনার পাশাপাশি সমাজের অন্য সকল বিষয়ে সাধারণ ধারণা থাকা জরুরি। সাংবাদিকতার ক্ষেত্রে যদি পড়াশোনা না থাকে তাহলে ঘটনার যাচাই-বাছাই করা সম্ভব হবে না। সাংবাদিকতায় সবসময় সততা ও নিষ্টার সাথে কাজ করতে হবে।’

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের আহবায়ক মাসুদ আহমেদ রনি’র সভাপতিত্বে ও সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আহবায়ক ড. মো. এনামুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, সাধারণ সম্পাদক আশকার আমীন লস্কর রাব্বি, সিলেট ভয়েসের প্রকাশক সেলিনা চৌধুরী, ওমেন্স জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি, মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের যুগ্ম সদস্য সচিব মামুন হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে নিহত সিলেটের শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

উল্লেখ্য, মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার তহবিল সিলেটের জৈষ্ঠ্য ফটো সাংবাদিক মামুন হোসেনের চিকিৎসায় ব্যয় করা হবে। দিনব্যাপী এই কর্মশালায় জাতীয় ও স্থানীয় সাংবাদিকরা প্রশিক্ষণ দিবেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *