বৌদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে সিলেটে শান্তি শোভাযাত্রা ও মানববন্ধন

শুভ বৌদ্ধ পূর্ণিমা ২০২৫ উপলক্ষে সিলেট নগরীতে এক শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০মে) বিকেল ৪টায় নগরীর ক্বিনব্রিজ এলাকা থেকে শান্তি শোভাযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজার হয়ে পুনরায় ক্বিনব্রীজ সংলগ্ন আলী আমজাদের ঘড়িঘর পাশে সমাপনী হয়।
সিলেট বৌদ্ধ সমিতি আয়োজিত শান্তি শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
তিনি শান্তি শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে রোজা ও পূজা এক সাথে পালিত হয়। বিগত দিনে ফ্যাসিস্ট রেজিমের দোসররা দেশে সংখ্যালগু ও সংখ্যাগরিষ্ট বলে জনগনকে বিভক্ত করে রেখেছিল। তারা দেশে সাম্প্রদায়িক বিভক্তি তৌরি করেছিল। কিন্তু আমাদের বক্তব্য খুবই স্পষ্ট, বাংলাদেশে সংখ্যালগু বা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিভাজন নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশ সবার, সকল ধর্মের মানুষ এদেশের গর্বিত নাগরিক।
সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি চন্দ্র শেখর বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া বাঁধনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘানন্দ মহাতেরো, চারি মহাতীর্থের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রীমৎ প্রজ্ঞাসত্য থেরো, সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা নিশুতুস বড়ুয়া, সুকান্তি বড়ুয়ায়, জ্যোতি মিত্র বড়ুয়া, ধানশীর সভাপতি বৌদ্ধ দাস, বিশিষ্ট লেখক নিরঞ্জন দে।
শান্তি শোভাযাত্রা পরবর্তী মানববন্ধনে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠন ধানশীর সভাপতি নিশুতোষ বড়ুয়া, অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সহ-সভাপতি বাবু পলাশ বড়ুয়া, সার্বিক পরিচালনায় সমিতির সাধারণ সম্পাদক বাবু সুজন বড়ুয়া, সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি চন্দ্রশেখর বড়ুয়া মানব বন্ধন সমাপ্তি ঘোষণা করেন।
শান্তি শোভাযাত্রায় সিলেটে বসবাসরত বৌদ্ধ সম্প্রদায়ের নানা বয়সী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
বৌদ্ধ পূর্ণিমা ও বুদ্ধ পূজা উপলক্ষে সিলেট বৌদ্ধ বিহারে রবিবার (১১ মে) দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে সিলেট বৌদ্ধ সমিতি।
দিনব্যপি অনুষ্ঠানের প্রথম পর্বে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, প্রভাতফেরি, পবিত্র ত্রিসরণ ও পঞ্চশীল গ্রহণ, এবং বুদ্ধ পূজাসহ ধর্মীয় আনুষ্ঠানিকতা। দ্বিতীয় পর্বে ধর্মীয় আলোচনা, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং সন্ধ্যায় পবিত্র প্রার্থনা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন-নবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এছাড়াও বিশিষ্ট বৌদ্ধ ধর্মীয় নেতা ও সমাজসেবীরা অংশ গ্রহণ করবেন।
Related News

বৌদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে সিলেটে শান্তি শোভাযাত্রা ও মানববন্ধন
শুভ বৌদ্ধ পূর্ণিমা ২০২৫ উপলক্ষে সিলেট নগরীতে এক শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিতRead More

নান্দনিকতার ছোঁয়ায় দৃষ্টিনন্দন হাজিবাড়ি জামে মসজিদ
আসন্ন ঈদে বেড়াতে যাওয়ার জন্য অনেকে আগে থেকেই পরিকল্পনা করছেন। কিন্তু দূরত্ব আর সময়ের চিন্তায়Read More