Main Menu

পাণ্ডুলিপি প্রকাশন-এর রজতজয়ন্তীতে কবি গুলশান আরা রুবী’র কয়েকটি গ্রন্থের পাঠ আলোচনা এবং গুণিজন সম্মাননা দিন যায় কাজ বাড়ে, কাজে কাজে গড়ে ওঠে প্রতিষ্ঠানের

দিন যায় কাজ বাড়ে, কাজে কাজে গড়ে ওঠে প্রতিষ্ঠানের সুনাম। এমন এক ঐতিহ্যে পৌঁছে গেছে পাণ্ডুলিপি প্রকাশন। দেশ বিদেশের কবি, লেখক, গবেষক ও সুহৃদদের আকর্ষণের জায়গা এখন এ পাণ্ডুলিপি। সৃজনশীল এ প্রকাশনা সংস্থার রজতজয়ন্তী, সুহৃদ আড্ডা ও গুণিজন সম্মাননা এবং যুক্তরাজ্য প্রবাসী কবি গুলশান আরা রুবী’র কয়েকটি গ্রন্থের পাঠ আলোচনা অনুষ্ঠিত হয় গতকাল (২৬ এপ্রিল শনিবার, ২০২৫ খ্রি.) বিকাল ৩টায়। এবারের আয়োজনটি ছিল সিলেট বিভাগের হবিগঞ্জের বদিউজ্জামান খান রোডস্থ মোগল রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে।

পাণ্ডুলিপি প্রকাশন-এর প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সলের সভাপতিত্বে ও সাহিত্যকর্মী আবু জাফর মোহাম্মদ সালেহ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলা সাহিত্যের বরেণ্য কবি ও শিক্ষাবিদ কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, কবি, গল্পকার ও ঔপন্যাসিক গুলশান আরা রুবী, কবি ও গল্পকার সালেহ আহমদ, কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবী সিরাজ আহমদ, বিশিষ্ট সমাজকর্মী ক্বারী মাওলানা কামরুল হুদা, লেখক ও গবেষক সৈয়দ কামাল আহমদ বাবু, কবি ও সমাজকর্মী জাহানারা জায়গীরদার, কবি ও সমাজকর্মী সৈয়দা হাসনা আক্তার, কবি ও গল্পকার রাজিয়া নিলুফার আজাদ, কবি, প্রাবন্ধিক ও অনুবাদক বাছিত ইবনে হাবীব, কবি ও শিক্ষক শাহাদাত আলিম, কবি, প্রাবন্ধিক ও শিক্ষক নাজমুল আনসারী, কবি ও সংগঠক এডভোকেট আব্দুল মুকিত অপি, নাগরী গবেষক, প্রাবন্ধিক ও সংগঠক মফিক মোহাম্মদ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি ও শিক্ষক জীবন কৃষ্ণ সরকার, তরুণ লেখক ও সাংবাদিক আল-আমিন সালমান, কবি ও সাংবাদিক জালাল জয়, কবি ও সাংবাদিক জেনারুল ইসলাম ও সাংবাদিক ফুল মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গত দুই যুগ থেকে সিলেটের সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান পাণ্ডুলিপি প্রকাশন অনেক বিখ্যাত ব্যক্তিদের গ্রন্থ প্রকাশ করতে সক্ষম হয়েছে। এই গ্রন্থগুলো এক একটি সোনালি ইতিহাসের ধারক এবং বাহক হিসেবে ভূমিকা রাখছে। শিক্ষাবিদ, গবেষক, সাহিত্যিক, সাংবাদিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং আলেম উলামাসহ সব মিলিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তির গ্রন্থ প্রকাশে পাণ্ডুলিপি প্রকাশন অনেক এগিয়ে আছে। ‘ঐতিহ্য-সন্ধানে দৃঢ়কল্প’ স্লোগানকে ধারণ করে পাণ্ডুলিপি প্রকাশন প্রবন্ধ, বিজ্ঞান বিষয়ক, গবেষণা, স্মৃতিকথা, জীবনী, মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা, ভ্রমণকাহিনি, অনুবাদ, উপন্যাস, সায়েন্স ফিকশন, নাটক, রম্য, রহস্য থ্রিলার, ছড়া-কবিতা, গল্প, শিশুতোষ, স্মারক/ম্যাগাজিনসহ বহুমুখী গ্রন্থ প্রকাশ করে আসছে। পাণ্ডুলিপি প্রকাশন বাংলা, ইংরেজি, আরবি, নাগরীসহ বিভিন্ন ভাষায় গ্রন্থ প্রকাশ করেছে।

এছাড়া দেশ বিদেশের গুণী লেখকদের গ্রন্থ প্রকাশের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করে যাচ্ছে। পাণ্ডুলিপি প্রকাশন-এর রজতজয়ন্তী উপলক্ষে আজকের সুহৃদ আড্ডা এবং যুক্তরাজ্য প্রবাসী কবি ও ঔপন্যাসিক গুলশান আরা রুবী’র কয়েকটি গ্রন্থের পাঠ আলোচনা ও গুণিজন সম্মাননা প্রদান একটি মনোমুগ্ধকর অনুষ্ঠান বলা যায়। যুক্তরাজ্য প্রবাসী হবিগঞ্জের কৃতিসন্তান কবি গুলশান আরা রুবীর একাধিক গ্রন্থ প্রকাশ করেছে পাণ্ডুলিপি প্রকাশন। কবি গুলশান আরা রুবী তাঁর বহুমাত্রিক প্রতিভার দ্বারা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। সাহিত্যে তাঁর মননশীল অগ্রযাত্রা সুদূরের হাতছানি দিয়ে ডাকছে। সাহিত্য এবং প্রবাস- দুটি প্রান্তিক বিষয়কে একীভূত করে তিনি সাহিত্যাকাশে নিরন্তর ছুটে চলেছেন। তাঁর কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং গান মূলধারার সাহিত্যচেতনার প্রতিনিধিত্ব করে। তাঁর সামগ্রিক সাহিত্যই সময়ের আবর্তনে অন্বিষ্ট প্রতিভার জানান দেবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মিজানুর রহমান। পাণ্ডুলিপি প্রকাশন-এর রজতজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে বাংলাসাহিত্যের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশ বিদেশের ১৬ জন গুণী ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন যুক্তরাজ্য প্রবাসী কবি, গল্পকার ও ঔপন্যাসিক গুলশান আরা রুবী, কবি ও শিক্ষাবিদ প্রিন্সিপাল কবি কালাম আজাদ, সমাজসেবী ও সংগঠক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, কবি ও গল্পকার সালেহ আহমদ, কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, লেখক ও গবেষক সৈয়দ কামাল আহমদ বাবু, বিশিষ্ট সমাজকর্মী ক্বারী মাওলানা কামরুল হুদা, কবি ও সমাজকর্মী জাহানারা জায়গীরদার, কবি ও সমাজকর্মী সৈয়দা হাসনা আক্তার, কবি, প্রাবন্ধিক ও অনুবাদক বাছিত ইবনে হাবীব, কবি, প্রাবন্ধিক ও শিক্ষক নাজমুল আনসারী, কবি ও সংগঠক এডভোকেট আব্দুল মুকিত অপি, নাগরী গবেষক, প্রাবন্ধিক ও সংগঠক মফিক মোহাম্মদ, কবি ও শিক্ষক জীবন কৃষ্ণ সরকার, তরুণ লেখক ও সাংবাদিক আল-আমিন সালমান, সাহিত্যকর্মী ও সঞ্চালক আবু জাফর মোহাম্মদ সালেহ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *