দক্ষিণ সুরমায় সিএনজিকে চাপা দিলো ট্রাক

সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর মধ্যে আহত সিএনজি চালক মো. আব্দুল মান্নানের অবস্থা আশংকাজনক। তিনি দক্ষিণ সুরমা গালিমপুর এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা সিলেট মহাসড়ক মুছারগাঁও নাভানা সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ুন রশিদ চত্বর থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির ট্রাকটি মুছারগাঁও নাভানা সিএনজি পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা সিএনজিকে চাপা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এসময় পাঁচজন আহত হন। সংঘর্ষে আহত সিএনজি চালক ও এক যাত্রীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক।
দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার মো. মোশারফ হোসেন তরফদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ট্রাক ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
Related News

সিলেটে জামায়াত কর্মীকে ‘যুবলীগ নেতা’ বলে প্রচার
সিলেট শহরতলীর খাদিমনগর ইউনিয়নের মহালদিক এলাকায় জামায়াতের এক কর্মীকে যুবলীগ নেতা বলে প্রচার করে চিহ্নিতRead More

সিলেটে মাদকসহ দুই কারবারি পুলিশের জালে
সিলেটের গোয়াইনঘাট থেকে ৬২০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে গোয়াইনঘাটRead More