ডা. বীরেন্দ্র চন্দ্র দেব স্মরণে শোক সভা
বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি ডা. বীরেন্দ্র চন্দ্র দেব এর স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টম্বর) বিকেল ৩টায় সিলেট জেলা শাখার আয়োজনে দাড়িয়াপাড়াস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই শোক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত ডা. বীরেন্দ্র দেব এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি ডা. এ. এ. এম. শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সহ সভাপতি ডা. শরীফ শাহরিয়ার চৌধুরী এবং ডা. সুব্রত তালুকদার পিংকুর যৌথ সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাহোপ কেন্দ্রীয় সহ সভাপতি ও মৌলভীবাজার শাখার সভাপতি ডা. ছাদিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জালালাবাদ হোমিপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. এম. এন. আলী, সৈয়দ নবীব আলী কলেজের সাবেক সহকারি অধ্যাপক ডা. রতীশ চন্দ্র চন্দ, বিশেষ্ট হোমিও চিকিৎসক ও গবেষক ডা. মোহাম্মদ ফরহাদ, মেট্রোপলিটন ল কলেজের অধ্যক্ষ ড. এম শহীদুল ইসলাম, বাহোপ সিলেটের সাধারণ সম্পাদক ডা. আবুল হাসান চৌধুরী।
স্মরণ সভায় প্রয়াতের স্মৃতি চারণ করে বক্তারা বলেন, ডা. বীরেন্দ্র দেব ছিলেন সিলেটের একজন সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ হোমিও চিকিৎসক ও সংগঠক। তার মৃত্যুতে সিলেটবাসী হারাল একজন গুণী চিকিৎসককে এবং পরিষদ হারাল সুযোগ্য এক অভিভাবককে। তিনি ছিলেন বটবৃক্ষের মতো বহুগুণে গুনান্বিত। চিকিৎসার পাশাপাশি তিনি গরীব ও মেহনতী মানুষের জন্য রাজনীতি করতেন। তিনি ছিলেন অতিথিপরায়ন, বন্ধুবৎসল, বৃক্ষপ্রেমিক, সাহসী ও মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তিত্ব। দেশের যে কোনো সংকটকালীন সময়ে সামাজিক ও মানবিক কাজে অগ্রগণ্য, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও সুবক্তা ছিলেন।
প্রয়াতের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, ডা. এম. এ মালিক, ডা. মালা রানী দে, ডা. দিলীপ কুমার দাস, ডা. দিলীপ কুমার রায়, অধ্যক্ষ প্রাণকান্ত দাস, ডা. এম কে খান, ডা. গিয়াস উদ্দিন, ডা. মো. মহি উদ্দিন, ডা. গোপীকা রঞ্জন চক্রবর্তী, ডা. জলি রানী চৌধুরী, ডা. বিউটি দেব, ডা. প্রকৃতি রানী দেব, ডা. বিপ্লব দেব, ডা. দিলীপ কুমার সাহা, ডা. মো. ফয়জুল হক, ডা. বাবলী দেবী সিনহা, ডা. আবুল হোসেন, ডা. আসমা বেগম, ডা. সুনীল কুমার দাস, ডা. জন্টু চন্দ, ডা: বুশরাতুত তানিয়া, ডা: রাসেল আহমেদ, হবিগঞ্জের নবিগঞ্জ থেকে ডা: লুৎফুর রহমান, সুনামগঞ্জ থেকে ডা: চঞ্চল চৌধুরী, ডা: আব্দুল হামিদী, ডা: পলি রানী মজুমদার, আব্দুল হাফিজ, শিপলু শর্মা, ডা: রাকেশ দাস। বিজ্ঞপ্তি
Related News
সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী মুজাহিদুর রহমান সামির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী মোঃ মোজাহিদ সামির স্বদেশ সফর শেষে যুক্তরাজ্যRead More
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিলেট সদর উপজেলায় বিক্ষোভ মিছিল
ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক পবিত্র ধর্ম ইসলাম ও প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিরRead More