এমপক্স নিয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে সেমিনার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক এমপক্স (পূর্বে মাঙ্কিপক্স হিসেবে পরিচিত ছিল) রোগ নিয়ে সিলেটে স্বাস্থ্য সেমিনারের আয়োজন করা হয়েছে। বুধবার দুপুরে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ (সিউমেক) এর উদ্যোগে কলেজ মিলনায়তনে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। রোগটি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জনস্বাস্থ্য জনিত জরুরি সতর্কতা অবস্থা জারির পরিপ্রেক্ষিতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ (সিউমেক)এর মেডিসিন, মাইক্রোবায়োলজি এবং কমিউনিটি মেডিসিন বিভাগের যৌথ উদ্যোগে এমপক্স রোগের পরিচিতি, বিবরণ, সচেতনতা প্রস্তুতি (Mpox- Overview, Awareness and Preparedness) শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষা প্রফেসর ডাঃ শাহানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে ও ডাঃ অচিরা ভট্টাচার্জ এর উপস্থাপনায় অনুষ্ঠিত সেমিনারে এমপক্স রোগের উপর বক্তব্য রাখেন, মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডাঃ সায়েম রহমান, মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ জিলওয়াতুন নুর এবং কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ সৈয়দ মারজান আহমেদ।
সেমিনারে বিশেষজ্ঞ প্যানেল সদস্য হিসেবে বক্তব্য রাখেন, হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর চেয়ারম্যান প্রফেসর ডাঃ ফজলুর রহিম কায়সা ও ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ মোঃ অয়েস আহমেদ চৌধুরী, মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মাহজুবা উম্মে সালাম, মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মহসিনা খাতুন, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ ফেরদৌস হাসান চৌধুরী, মেডিসিন বিভাগের প্রফেসর ডাঃ মোঃ ইসমাইল পাটোয়ারী।
উপস্থিত চিকিৎসক এবং শিক্ষকগনের প্রশ্ন-উত্তর পর্বের শেষে বক্তব্য প্রদান কালে প্রফেসর ডাঃ ফজলুর রহিম কায়সার বলেন- যে কোন প্রয়োজনে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল এমপক্স-এর নিয়ন্ত্রন ও চিকিৎসার লক্ষ্যে সদা প্রস্তুত থাকবে। রোগটির বিরুদ্ধে সচেতনতা তৈরীর উপর চিকিৎসকদের জোর দিতে হবে।
প্রফেসর ডাঃ মোঃ অয়েস আহমেদ চৌধুরী বলেন- অনাগত এই জীবন হানিকর এমপক্স রোগের বিরুদ্ধে প্রস্তুতির কোন বিকল্প নেই। ছড়িয়ে পড়ার আগেই এই রোগটির বিভিন্ন দিক নিয়ে গবেষণা করতে হবে।
সভাপতির বক্তব্যে প্রফেসর ডাঃ শাহানা ফেরদৌস চৌধুরী বলেন- এমপক্স রোগের বিস্তার, প্রতিরোধ এবং চিকিৎসার সমন্ধে বিশেষ জ্ঞান অর্জন প্রতিটি চিকিৎসকের জন্য অত্যাবশ্যকীয়। যে কোন মহামারী রোগের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও সম্ভাব্য করণীয় নির্ধারণ করতে বিশেষজ্ঞ চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরী স্বাস্থ্য সতর্কতা জারির প্রেক্ষিতে এই সেমিনার গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More