সিলেট অনলাইন প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল
সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম সাংবাদিক মকসুদ আহমদ মকসুদের ইন্তেকালে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শোক সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংবাদিক সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য আফতাব চৌধুরী।
মরহুম মকসুদ আহমদ মকসুদের ইন্তেকালে প্রেসক্লাব কর্তৃক গৃহীত ৩ দিনব্যাপি শোক কর্মসূচীর শেষ দিনে এ শোক সভার আয়োজন করা হয়।
ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ তাওহিদুল ইসলাম এর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য মো. জসিম উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন- সিলেটের সিনিয়র সাংবাদিক মো. শফিকুর রহমান চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, সাবেক সহ-সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. কামাল আহমদ, পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জহিরুল ইসলাম মিশু, কার্যকরি পরিষদ সদস্য মাহমুদ হোসেন খান, মো. আব্দুল হাছিব, শহীদুর রহমান জুয়েল।
এ সময় বক্তারা বলেন, মকসুদ আহমদ মকসুদ ছিলেন সাংবাদিক সমাজের এক উজ্জ্বল নক্ষত্র। মকসুদ আহমদ শুধু সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ সমাজসেবক। এলাকার বিভিন্ন উন্নয়ন ও সমাজকর্মে তিনি আজীবন নিরলসভাবে কাজ করে গেছেদ। তাঁর চলে যাওয়া আমাদের জন্য সত্যিই বেদনার।আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।
বক্তারা বলেন, মরহুম মকসুদ আমৃত্যু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। আমরা তাঁকে আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করব।
সভায় আরো বক্তব্য রাখেন- ক্লাব সদস্য এম এ ওয়াহিদ চৌধুরী, মো. আলমগীর আলম, দেলোয়ার হোসেন মান্না, মো. শাহীন আহমদ, মো. জসীম উদ্দিন, এম এ হান্নান, সৈয়দ রাসেল আহমদ প্রমুখ।
শোক সভায় দোয়া পরিচালনা করেন, মধুবন সুপার মার্কেট মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম আলবাব, সহকারী ইমাম মাওলানা মো. মঈনুল ইসলাম।
Related News
সিলেট অনলাইন প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল
সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম সাংবাদিক মকসুদ আহমদ মকসুদের ইন্তেকালে সিলেট অনলাইন প্রেসক্লাবেরRead More
দক্ষিণ সুরমা খালপার গ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধুর খুনিরা দেশটাকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল… আনোয়ারুজ্জামান চৌধুরী
সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু শেখRead More