ঈদের ছুটিতেও সিলেটে চলছে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রম

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ, এনডিসি এর নির্দেশনা মোতাবেক সিলেট বিভাগের ৪টি জেলায় ঈদের ছুটিতেও চালু আছে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রম। সিলেট বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে প্রাপ্ত এক বার্তার মাধ্যমে জানা যায় যে, গত ২৮শে মার্চ থেকে শুরু হওয়া ঈদুল ফিতরের চলমান ছুটিতে এই বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরী সেবা এবং ০-৫ বছরের শিশু সেবাসহ গ্রহীতার চাহিদা অনুসারে নিরবিচ্ছিন্নভাবে পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হচ্ছে। সিলেট বিভাগের সকল জেলার উপপরিচালকগণের সার্বিক তত্ত্বাবধানে বিভাগে কর্মরত সকল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (ক্লিনিক), মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা (এমসিএইচ-এফপি), উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকাসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল সেবা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। ঈদের ছুটি শুরু হওয়া থেকে অদ্যাবধি সিলেট বিভাগে মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মিলে স্বাভাবিক প্রসব ২৮৭টি, গর্ভকালীন সেবা ৭৩৯টি, প্রসবোত্তর সেবা ৪১৪ টি সহ উল্লেখযোগ্য সংখ্যক কিশোর কিশোরী, ০-৫ বছরের শিশু ও সাধারণ রোগীকে সেবা প্রদান করা হয়েছে। এই বিভাগের ৪টি জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন পর্যায়ের যথাক্রমে সিলেটে ৩৫ টি, সুনামগঞ্জে ৪৬ টি, মৌলভীবাজারে ২৭ টি ও হবিগঞ্জে ৪২ টিসহ বিভাগে মোট ১৫০ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সার্বক্ষণিক (২৪/৭) সেবা প্রদানের জন্য প্রস্তুত রাখা হয়েছে। যার মাধ্যমে সেবা প্রদান অব্যাহত রয়েছে। ঈদের ছুটিতে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা পেয়ে সেবা গ্রহীতারা ভীষণ খুশি। সিলেট বিভাগে চলমান এ কর্মসূচি সার্বক্ষণিক মনিটরিং করছেন মোহাম্মদ আমান উল্লাহ্, পরিচালক, পরিবার পরিকল্পনা, সিলেট বিভাগ, সিলেট। বিজ্ঞপ্তি
Related News

গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল
সিলেটের বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদেRead More

শাহ খুররুম জামে মসজিদের ভারপ্রাপ্ত মোতওয়াল্লী মিল্লাত চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশন ৩৯ নং ওয়ার্ডের অন্তর্গত টুকের বাজার এলাকার শাহ খুররুম জামে মসজিদের ভারপ্রাপ্ত Read More