Main Menu

শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, শিক্ষাই হচ্ছে জাতির মেরুদন্ড। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষাকে গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সরকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার লক্ষে প্রতিটি সরকারি বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা কার্যক্রম চালু করেছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা উন্নত শিক্ষা অর্জন করছে। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার মাধ্যমে উন্নত জাতি গঠন করা যায়। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। কারণ শিক্ষার্থীরাই পাড়ে শিক্ষার মাধ্যমে একটি জাতিকে এগিয়ে নিতে।
তিনি মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহম্মদ ফখর উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ ও সহ সভাপতি  গোবিন্দগঞ্জ আব্দুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোঃ আব্বাস উদ্দিন, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ শাহানুর, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ নেতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. মছদ্দর আলী, জালালাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মন্তকা আহমদ, হযরত শাহজালাল (রহ.) তমজিদ আলী হাফিজিয়া মাদ্রাসা কমিটির সভাপতি আনছার আহমদ কয়েস,  জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশ্রব আলী ও সাবেক সাধারণ সম্পাদক, সাবেক মেম্বার মানিক মিয়া, ইউনিয়ন আওয়ামী সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য সাবেক মেম্বার, ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিত আলম শফিক, হাটখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মবশ্বির আলী, গেদন মিয়া মেম্বার, মানিক মিয়া মেম্বার, মহানগর ছাত্রলীগের সাবেক নেতা আশ্রাফ সিদ্দিকী, মকবুল আলী, সিরাজ মিয়া, জৈন উদ্দিন মেম্বার, জামাল আহমদ মেম্বার, আওয়ামী লীগ নেতা ফখর উদ্দিন, ইসহাক আলী, লনিকান্ত মেম্বার, আব্দুল ওয়াহাব মেম্বার, জমসর আলী, জালাল আহমদ, গৌস আহমদ, মনু মিয়া, হারুন রশীদ, সমসুল হক, তোয়াব আলী, বীর মুক্তিযোদ্ধা কলমদর আলী, বীর মুক্তিযোদ্ধা ছোয়াদ আলী, বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য রবু মিয়া, সৈয়দ মিয়া, নিমাই নম, মুক্তিযোদ্ধা সন্তান ফজল মিয়া।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা হেলাল আহমদ।
আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকগন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য লোকজন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *