বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন সম্পন্ন
সিলেট সদর উপজেলার বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।
রোববার (১৫ অক্টোবর সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ আহমদ আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নূর জাহান মেমোরিয়াল ডিগ্রি কলেজের, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পি.এইচ.ডি গবেষক অধ্যাপক ম. আমিনুল হক চুন্নু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাতা সদস্য মো. আজীজুর রহমান, প্রতিষ্ঠানের (রাষ্ট্রবিজ্ঞান) প্রভাষক মো. জাহাঙ্গীর কবির, প্রভাষক (অর্থনীতি) তাহমিনা সুলতানা, প্রভাষক (দর্শন) তানজিম হোসেন, প্রভাষক (ইংরেজি) মো. রুহুল আমিন, সহকারি প্রধান শিক্ষক (অতিরিক্ত দ্বায়িত্বপ্রাপ্ত) জয়নব রাজিয়া, সহকারি (সিনিয়র শিক্ষক),মোছা. আফিয়া বেগম, (সহকারী শিক্ষক) সাকী দাস। আরো বক্তব্য রাখেন একাদশ শ্রেণির পক্ষে সজীব নুর ও সানজিদা আক্তার, দ্বাদশ শ্রেণির পক্ষে সালমান খান ও বুশরা আক্তার। পবিত্র কুরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির ছাত্র সালেহ আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন রাজিয়া সুলতানা প্রভাষক (ইতিহাস)। সঙ্গীত পরিবেশন করেন সায়েম আহমদ।
Related News
সিকৃবিতে ইনোভেশন শোকেসিং: শ্রেষ্ঠ ৩টি উদ্ভাবনী দল পুরষ্কৃত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনোভেশন ও ই—গর্ভন্যান্স টিমের আয়োজনে ইনোভেশন শোকেসিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসমূহের মধ্যRead More
৪৪ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার চামাউরাকান্দি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্ধোধন
জাইকার অর্থায়নে ও সিলেট সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে কান্দিগাঁও ইউনিয়নের চামাউরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৩Read More