সিলেট সদর উপজেলায় স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধন
লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক ( উপসচিব) মো. হুমায়ুন কবির বলেছেন, লার্নিং এন্ড আর্নিং বর্তমান বিশ্বে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা যেন, ভালো একটি ভূমিকা রাখতে পারি সে প্রচেষ্টা রাখতে হবে। তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের কর্মক্ষেত্র যত শক্তিশালী হবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ তত সহজ হবে। তিনি আরও বলেন জেনারেল শিক্ষিতদের পাশাপাশি, মাদ্রাসা ছাত্রদের মধ্যে অনেক মেধা রয়েছে। । আমরা ৮ হাজার মাদ্রাসা শিক্ষার্থীদের লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের আওতায় নিয়ে এসেছি। যাতে তারা আমাদের মূল স্রোত ধারায় সম্পৃক্ত থেকে নিজের যোগ্যতা কাজে লাগাতে পারে। প্রধান অতিথি আরও বলেন, আমাদের কাজে সততা ও আস্থা তৈরি করতে হবে। তাহলেই আমরা সফল কাম হতে পারবো।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে সিলেট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের আওতায় দিন ব্যাপী স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনের মোহন দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট তথ্য ও প্রযুক্তি বিভাগের উপ প্রকল্প পরিচালক মো: শরীফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সহকারী প্রোগ্রামার শ্যামল চন্দ্র দাস।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান। গীতা পাঠ করেন উপজেলা প্রশাসনের তাপস পাল।
অনুষ্ঠানে সিলেট ও সুনামগঞ্জ জেলার ১৫৬০ জন প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।
Related News

সিলেটে দুই দিনব্যাপী জলবায়ু মেলার উদ্বোধন
সিলেটে জলবায়ু পরিবর্তন ও অভিযোজনের সাথে খাপ খাইয়ে নেওয়ার বিভিন্ন কৌশল ও পদক্ষেপ সম্পর্কে সচেতনতাRead More

সিলেটের সড়কে ঝরলো শিক্ষিকার প্রাণ, গুরুতর আহত বিজিবি সদস্য ভাই
সিলেটের জকিগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষিকা। এ ঘটনায় গুরুতর আহতRead More