Main Menu

সিলেটের পীরের গাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় তিন বছর ধরে প্রধান শিক্ষকের পদশুন্য

সিলেটের সদর উপজেলার মুগলগাঁও ইউনিয়নের পীরের গাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় তিন বছর ধরে প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে। শুধু প্রধান শিক্ষকের পদ নয় কর্মকালীন সময়ে একজন সহকারি শিক্ষক মারাযান এবং একজন সহকারি শিক্ষক অবসরকালীন ছুটিতে চলে যান। আর প্রধান শিক্ষক হোসনে আরা বেগম ২০২০ সালের ২০ নভেম্বর পার্শ্ববতী ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী হয়ে যান। বতর্মানে একজন সৃষ্ট প্রাক প্রাথমিকের সহকারি শিক্ষক এ বছর ২৪ জানুয়ারি যোগদান করায় তিনজন শিক্ষক দায়িত্ব পালন করছেন। এর আগে সহকারি শিক্ষক রোকশানা বেগম সিলেট পিটিআইতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ডিপিএড প্রশিক্ষনে চলে যাওয়ায় একজন সহকারি শিক্ষক বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে হয়েছে। অবস্থা বগতিক দেখে কতৃপক্ষ অন্যবিদ্যালয় থেকে ডেপুটেশনে দুজন শিক্ষককে এ বিদ্যালয়ে পাটান। পরে ডিপিএড প্রশিক্ষন শেষে রোকশানা বেগম বিদ্যালযে যোগদান করলে কতৃপক্ষ ডেপুটেশনের দুজন শিক্ষককে নিজ নিজ বিদ্যালয়ে প্রেরন করেন। এরপর থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারি শিক্ষক রোকশানা বেগম। এদিকে,বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকদের পক্ষ থেকে ১৯ জুন ২০২৩ সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে শূন্য পদ পুরনের জন্য অবেদন করলে সংশ্লিষ্টরা ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। তারা সংশ্লিষ্ট জাযগায় দরকাস্থ পৌছিয়ে দিবেন বলে জানান।
সিলেটের সদর উপজেলার মুগলগাঁও ইউনিয়নের পীরের গাঁওয়ে প্রায় ৬০ ডেসিমিল ভূমির উপর পীরের গাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৭৭ সালে স্থাপিত হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *