জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরিফ, মৎস্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় উপ পরিচালক মো. আনোয়ার হোসেন, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
অনুষ্ঠানটি শুরু হবে কালেক্টরেট ভবন থেকে র্যালীর মাধ্যমে। র্যালী শেষে চাঁদনী ঘাটে মাছের পোনা অবমুক্ত করা হবে। পরে আলোচনা সভা শুরু হবে।
এ উপলক্ষে সোমবার দুপুরে সাগর দিঘির পারস্থ্য মৎস্য ভবন মিলনায়তনে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর এর বিভাগীয় উপ পরিচালক মো. আনোয়ার হোসেন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় সহকারী মৎস্য কর্মকর্তা আল মিনান নুর, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন, খাদিম মৎস্য খামার ব্যবস্থাপক আজাদ হোসেন। বক্তব্য রাখেন জাতীয় মৎস্যজীবী সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি নজরুল ইসলাম ফারুকী ও সুনামগঞ্জ জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির আহবায়ক মোঃ ইদ্রিস আলী, জেলা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, মৎস্য কৃষি খামারি ফখরুল আলম প্রমুখ।
Related News
সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী মুজাহিদুর রহমান সামির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী মোঃ মোজাহিদ সামির স্বদেশ সফর শেষে যুক্তরাজ্যRead More
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিলেট সদর উপজেলায় বিক্ষোভ মিছিল
ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক পবিত্র ধর্ম ইসলাম ও প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিরRead More