Main Menu

হেফাজতে নির্যাতন ও অমানবিক আচরণ বন্ধ করতে হবে, ইকবাল সিদ্দিকী

সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী বলেন, আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে নির্যাতন ও অমানবিক আচরণ বন্ধ করতে হবে। এটা দেশের জন্য ক্ষতির কারন হয়ে দাড়ায়। এ জন্য বিশ্বের কাছে দেশের ভাবমূতি নষ্ট করে। এ থেকে রেহাই পেতে সরকারসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। তিনি মানবাধিকার সংগঠন অধিকার ও মায়ের ডাকের উদ্যোগে আজ সোমবার (২৬.০৬.২০২৩) সিলেট প্রেসক্লাবের সামনে রাস্তার পাশে মানববন্ধন কর্মসূচী পালন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মানবাধিকার সংগঠন অধিকার এর উদ্যোগে সিলেটে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে সিলেট প্রেসক্লাবের সামনে রাস্তার পাশে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে বক্তারা বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে নির্যাতন ও অমানবিক আচরণ বন্ধের দাবী জানান। বর্তমানে দেশে সাধারণ জনগণ সহ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন। এ থেকে রেহাই পেতে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ বাস্তবায়ন করতে হবে। বক্তারা বাংলাদেশের সংবিধানের ৩৫(৫) অনুচ্ছেদ অনুযায়ী নির্যাতন সম্পূর্ণভাবে বন্ধের দাবী জানান।
মানবাধিকার সংগঠন অধিকার সিলেটের কো অডিনেটর সাংবাদিক মোহাম্মদ মুহিবুর রহমানের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন সিলেট প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল কাদের তাপাদার, বিএনপি নেতা ময়নুল হক, পলিশী নির্যতনের শিকার ছাত্রদল নেতা মো. বদরুল আলম। অধিকারে বক্তব্য পাঠ করেন মানবাধিকার কর্মী আলী আহসান হাবীব। এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়ির সহসভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী,ভিকটিম পরিবারের সদস্য মো.আশিকুর রহমান (রানা), সাংবাদিক মুনশী ইকবাল, মানবাধিকার কর্মী মো.মুহিবুর রহমান মাহবুব, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্টাতা সাধারন সম্পাদক মো. আনোয়ার হোসেন, সদস্য সুমন বাহাদুর, আসাদুজ্জামান নূর, শেখ ইমন, মো.রাসেল আহমদ, জাকির হোসেন শিপন, অমীন তাহমিদ প্রমুখ।





Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *