হবিগঞ্জে ৪ শিশুকে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চার শিশুকে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাধবপুর থানা পুলিশ রোববার (২৮ মে) রাতে তাদের গ্রেপ্তার দেখায় বলে থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান।
এরা হলেন- উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ণবপুর গ্রামের আব্দুল হক (৬০), তার ছেলে আক্তার হোসেন (৩৫) ও একই গ্রামের আসাদ মিয়া (৭০)।
গণমাধ্যমকে এসআই কাদের জানান, গত শনিবার আসাদ মিয়ার দোকানের সামনে আক্তার হোসেনের অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় চারটি শিশু অটোরিকশায় উঠে বসলে তাদের অটোরিকশার সঙ্গে বেঁধে মারধর করা হয়। পরে স্থানীয়রা এসে শিশুদের উদ্ধার করেন।
নির্যাতনের শিকার শিশুরা হলো- বৈষ্ণবপুর গ্রামের নানু মিয়ার দুই ছেলে প্রতিবন্ধী আল আমিন (৬), ইয়াসিন মিয়া (৯), একই গ্রামের হানিফ মিয়ার ছেলে শ্রাবণ (৬) ও সাচ্ছু মিয়ার ছেলে সাগর মিয়া (৯)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় পাঁচজনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুরা তাদের পরিবারের জিম্মায় রয়েছে।
Related News
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More
সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত: হাইকোর্টের রুল জারি
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন (SDFRA)-এর ২০২৫–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রক্রিয়া ছয়Read More

