‘অগ্রাধিকার ভিত্তিতে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি পাবেন স্থানীয়রা’

দক্ষিণ সুরমায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. জাহিদ মালেক।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকালে মন্ত্রী স্থানটি পরিদর্শন করেন।
এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন- বিশ্ববিদ্যালয় চালুর পর অগ্রাধিকার ভিত্তিতে এখানে চাকরি পাবেন স্থানীয় যোগ্যরা।
ডা. জাহিদ মালেক আরও বলেন- বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়ে গেলে দেশের উত্তর-পূর্বাঞ্চলবাসীর অনেক উপকার হবে। প্রধানমন্ত্রী সিলেটের প্রতি খুবই আন্তরিক। সিলেটের উন্নয়নের স্বার্থে তিনি যা যা করা দরকার সব করবেন।
বিশ্ববিদ্যালয়টির কাজ খুব শীঘ্রই শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন- এই বিশ্ববিদ্যালয় হওয়ার পেছনে সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিতের অশেষ অবদান রয়েছে।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ময়নুল হক, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ কে এম ফজলুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূসরাত লায়লা নীরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শামীম আহমদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর।
Related News

মোগলগাওঁ ইউপির সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু মিয়ার মেয়ে সুমাইয়া ইসলাম সাফা ওসমানী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে
২০২২ শিক্ষাবর্ষের সিলেট শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হওয়া সিলেটRead More

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের নানা কর্মসূচি
১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে—Read More