দ্য কাশ্মীর ফাইলস: ইসরায়েলি নির্মাতা বললেন ‘অশ্লীল’
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি ঘিরে আবারও বিতর্ক শুরু হয়েছে। এবার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া ২০২২-এর জুরি বোর্ডের চেয়ারম্যান নাদাভ লাপিড ছবিটিকে ‘অশ্লীল’ ও ‘প্রচারধর্মী’ বলে কটাক্ষ করেছেন। এ নিয়ে ভারতে বইছে আলোচনা-সমালোচনার ঝড়।
গত ২০ নভেম্বর শুরু হয়ে সোমবার (২৮ নভেম্বর) শেষ হয়েছে এশিয়ার অন্যতম এই চলচ্চিত্র উৎসব। এতে জুরি বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ইসরায়েলি নির্মাতা নাদাভ লাপিড। শেষদিনের আয়োজনে তিনি ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তার ভাষ্য, “প্রতিযোগিতায় ১৫টি ছবির মধ্যে ১৪টির শিল্পগুণ নিয়ে আমার কোনও সন্দেহ নেই। কিন্তু পঞ্চদশ ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’কে অশ্লীল এবং প্রচারধর্মী মনে হয়েছে। উৎসবে এই ছবি দেখে আমি বিরক্ত এবং অবাক হয়েছি।’’
এদিকে লাপিডের তিরস্কারের পর ভারত সরকার অবধি বিষয়টি গড়িয়ে গেছে। এরইমধ্যে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত নাওর গিলন একটি খোলা চিঠি লিখেছেন নাদাভ লাপিডের উদ্দেশে। সেখানে বলেছেন, ‘এটা হিব্রুতে নয়, কারণ আমি চাই আমার ভারতীয় ভাই-বোনেরাও যেন বুঝতে পারেন। এটা যদিও দীর্ঘ, তবে আমি শেষ কথাটি প্রথমে বলি, তোমার লজ্জিত হওয়া উচিত।’
নাদাভ লাপিডের মন্তব্যের পর যখন বিতর্কের আগুন জ্বলে ওঠে, যখন উৎসবের জুরি বোর্ড দাবি করেছে, এটি তার ‘ব্যক্তিগত মতামত’!
এই ফাঁকে জেনে রাখা প্রয়োজন, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ পছন্দের। তিনি ছবিটি নিয়ে বলেছিলেন, ‘নব্বইয়ের দশকে কাশ্মীর থেকে পণ্ডিতদের উৎখাতের বিষয় নিয়ে তৈরি এই ছবিটি অনেক সত্যি কথাকে তুলে ধরেছে, যা এতো দিন চেপে রাখা ছিল।’
ইসরায়েলি নির্মাতার মন্তব্যের পর স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদি সরকারসহ বিজেপি সমর্থকরা অস্বস্তিতে পড়েছেন। নেট দুনিয়ায় অনেকেই তাই নির্মাতা লাপিডকে তুলোধুনো করছেন।
এদিকে ‘দ্য কাশ্মীর ফাইলস’র অন্যতম অভিনেতা অনুপম খেরও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। টুইট করে তিনি বলেছেন, ‘মিথ্যার উচ্চতা যতই হোক, তা সত্যের চেয়ে ছোট’। এছাড়া গণমাধ্যমকে তিনি বলেন, ‘এটা পূর্ব পরিকল্পিত মনে হচ্ছে। টুলকিট গ্যাং আবারও সক্রিয় হয়ে গেছে। খ্রিষ্টান কমিউনিটি থেকে আসা একজন নির্মাতার কাছ থেকে এমন মন্তব্য পাওয়া লজ্জাজনক, যারা কিনা হলোকাস্টের ভয়াবহতা দেখে এসেছে। সৃষ্টিকর্তা তাকে বুদ্ধি দিক। যদি হলোকাস্ট সত্য হয়, তাহলে কাশ্মীরি পণ্ডিতদের ঘটনাও সত্য।’
‘দ্য কাশ্মীর ফাইলস’র নির্মাতা বিবেক অগ্নিহোত্রীর মন্তব্য, ‘সত্য আসলে ভয়ংকর জিনিস, সত্য মানুষকে মিথ্যা বলতে বাধ্য করে।’
উল্লেখ্য, নব্বই দশকে কাশ্মীর থেকে হিন্দু পণ্ডিতদের উৎখাতের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। যদিও নির্মাতা ও শিল্পীদের দাবি, ছবিটি নিরেট সত্য ঘটনাকে তুলে ধরেছে। তবে অনেকেই মনে করেন, এখানে একপাক্ষিক চিত্র উঠে এসেছে। হিন্দুদের নির্যাতনের চিত্র তুলে ধরতে ঢালাওভাবে মুসলমানদের ‘অপরাধী’ বানানো হয়েছে।
গত ১১ মার্চ মুক্তির পর থেকে গোটা ভারতে ছবিটি আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। সেই সুবাদে বক্স অফিসেও এটি ব্যাপক সাড়া পায়। মাত্র ১৫ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি আয় করেছে ৩০০ কোটি রুপিরও বেশি!
এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী জোশি, চিন্ময় মন্ডলকার প্রমুখ।
Related News
সৎ মেয়ের বিরুদ্ধে অভিনেত্রী রূপালী গাঙ্গুলির মামলা
সৎ মেয়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন ভারতীয় অভিনেত্রী রূপালী গাঙ্গুলি। ক্ষতিপূরণ বাবদ সৎ মেয়ের কাছেRead More
খাদ্যে বিষক্রিয়া, অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী
কালীপুজার রাতে প্রসাদ খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন ওপার বাংলার অভিনেত্রী অঙ্গনা রায়। পরিস্থিতি বেগতিকRead More