সিলেট আঞ্জুমানের দু’দিনব্যাপী আজিমুশ্বান ইজতেমা শুরু

উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ আল্লামা লুৎফুর রহমান বর্ণভী (রঃ) প্রতিষ্ঠিত আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের দুদিনব্যাপী আজিমুশ্বান ইজতেমা শুরু হয়েছে।
দক্ষিণ সুরমার পারাইরচকে সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে ১৭ নভেম্বর বৃহস্পতিবার বাদ ফজর সংগঠনের আমির মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভীর বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়।
প্রথম চার অধিবেশনের নির্ধারিত সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাতির সুনামগঞ্জী, প্রিন্সিপাল মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা আব্দুল কাদির ও প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন এর সভাপতিত্বে ধারাবাহিকভাবে বয়ান পেশ করেন মাওলানা শামসুদ্দিন কাসেমী,মোহাম্মদ আলী,ইমাম হোসাইন, আব্দুল বাছির,আব্দুল কাদির,হোসাইন নুরী চৌধুরী, আব্দুল্লাহ মোঃ হাসান,মুহিউল ইসলাম বুরহান, ফয়জুল্লাহ, সাইফুল ইসলাম ফারুকী,আব্দুল খালিক চলিতাতলী,আব্দুল বাসেত খান,মুফতি আবুল বাসার নোমানী,আহমদ আলী কাসেমী,মুফতি জসিম উদ্দিন, জুবায়ের আহমদ, মুজিবুর রহমান হামিদি,আকরাম আলী,মুস্তাক আহমদ, মুফতি গোলামুর রহমান, মোঃ আনাস,ইসমাইল হোসেন নুরপুরী,রুহুল আমিন,মুসা আল হাফিজ,আব্দুল মালিক,উবায়দুর রহমান, আং রহমান হাফেজি,শফিকুল হক,নুরুল হুদা ফয়েজী,মুশতাকুন্নবী কাসেমী,আং হামিদ,হামিদুর রহমান ইয়াকুত,নাজির হোসাইন, মুনীরুদ্দিন, মুজিবুর রহমান, আব্দুল মতিন বিন হোসাইনও মাওলানা হামিদ জাহেরী প্রমুখ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ধারাবাহিকভাবে অধিবেশন চলছে। বয়ান করছেন দেশের বিশিষ্ট আলেমরা।
সরেজমিন ইজতেমা মাঠ পরিদর্শন করে দেখা যায়, সারাদিন জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মুসুল্লিরা ইজতেমায় যোগ দিয়েছেন। ইতিমধ্যে পুরো ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ন হয়েছে। এবারকার ইজতেমায় মুসল্লিদের সংখ্যা কয়েক লাখে পৌঁছাবে বলে আয়োজকরা আশা করছেন।
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ৭৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই আজিমুশ্বান ইজতেমা শুক্রবার সকাল ১০টায় সংগঠনের আমির মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভীর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।
আঞ্জুমানে হেফাজতে ইসলাম’র নায়েবে নাজিম মাওলানা সাদ আমীন জানিয়েছেন, বাদ ফজর থেকে দু’দিনব্যাপী এই ইজতেমার মূল পর্ব শুরু হয়েছে। সকাল থেকে বয়ান শুরু হয়েছে। এতে দেশ বিদেশের শীর্ষ আলেমরা বয়ান রাখছেন বলে জানান তিনি। এবারের ইজতেমায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।
ইজতেমার নিরাপত্তায় পুলিশের তরফ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের একাধিক টিম ছাড়াও সাদা পোশাকে পুলিশ সদস্যরা রয়েছেন। আগামীকাল সকালে আখেরি মোনাজাতে মধ্যে দিয়ে দু’দিন ব্যাপী এ ইজতেমা শেষ হবে। বিজপ্তি
Related News

নান্দনিকতার ছোঁয়ায় দৃষ্টিনন্দন হাজিবাড়ি জামে মসজিদ
আসন্ন ঈদে বেড়াতে যাওয়ার জন্য অনেকে আগে থেকেই পরিকল্পনা করছেন। কিন্তু দূরত্ব আর সময়ের চিন্তায়Read More

বায়তুল মুকাররম মসজিদে নতুন খতিব নিয়োগ
দেশবরেণ্য ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আবদুল মালেককে (হাফি.) বায়তুল মুকাররম জাতীয়Read More