১২টি ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা
দেশের বিভিন্ন উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ নভেম্বর এসব ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রবিবার (২৩ অক্টোবর) ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৬ নভেম্বর, ৭ নভেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ১২ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর ১৩ নভেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এসব ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইউনিয়নগুলো হলো, চাঁদপুর জেলার হাইমচরের চরভৈরবী ও ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ, ভোলা জেলার চরফ্যাশনের আসলামপুর ও ওমরপুর ইউনিয়ন পরিষদ।
এছাড়াও রয়েছে কুমিল্লা জেলার সদর দক্ষিণের জোড়কানন পূর্ব, জোড়কানন পশ্চিম, বারপাড়া, চৌয়ারা ও বিজয়পুর এবং গাইবান্ধা জেলার সাদুল্লাপুরের বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া।
Related News
সমন্বয়কদের বৈঠক শেষে হাসনাত: উপদেষ্টা নিয়োগে অবশ্যই ছাত্রদের মতামত নিতে হবে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহবায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনের ফসল হলো অন্তর্বর্তী সরকার। তাইRead More
পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’ ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূুসের
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ পৃথিবীকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষা করার জন্য ‘শূন্যRead More