সিলেটের ৩ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার মৎস্য মৎস্যজীবি ও চাষি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার মৎস্যজীবি ও মৎস্য চাষি পরিবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) থেকে শুক্রবার (২০ অক্টোবর) আর্থিক সহায়তা পেয়েছে।
এফএও —এর এসএফইআরএ (জরুরি ও পুনর্বাসন কার্যক্রমের জন্য বিশেষ তহবিল) থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গত ১৬ জুন, ২০২২ সালে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে সাম্প্রতিক ভয়াবহ বন্যার পর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করে এবং স্থানীয় প্রশাসন (ইউএনও) ও মৎস্য অধিদপ্তরের সাথে ধারাবাহিক বৈঠকের পর এবং পরিস্থিতি বিবেচনা করে (এফএও) এই উদ্যোগের জন্য সিলেটের দু’টি উপজেলা বালাগঞ্জ ও গোয়াইনঘাট, সুনামগঞ্জের তিন’টি উপজেলা ছাতক, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ এবং মৌলভীবাজারের একটি উপজেলা জুড়ী নির্বাচন করা হয়। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিবিড় তত্ত্বাবধানে ও সহায়তায় (এফএও)—এর কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাগণ দরিদ্র, ঝুঁকিপূর্ণ বন্যা—দুর্গত মৎস্যজীবী ও মৎস্য চাষি পরিবার নির্বাচন করতে সরাসরি জড়িত ছিলেন।
উল্লেখ্য, মোট সুফলভোগীর শতকরা ৫০ ভাগ নারী প্রধান পরিবার নির্বাচন করা হয়েছে। বিকাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তাদের নিজস্ব বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে চার হাজার পাচশত টাকা বিতরণ করা হয়েছে।
« রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইসের ডিজি ভিজিট-২০২২ সম্পন্ন (Previous News)
Related News

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সিলেট
ছয় দফা দাবিতে সারাদেশের মতো সিলেটেও সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার দুপুরে নগরীর কেন্দ্রীয়Read More
বাংলা নববর্ষ উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আলোচনা সভা, রচনা চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতারRead More