ডিজিটাল নারী উদ্যোক্তা মেলায় ‘কুঞ্জশ্রী’ বেস্ট স্টলে পুরস্কৃত
স্মিথ আইটি আয়োজিত ১৯ ও ২০ অক্টোবর দুই দিন ব্যপী নারীদের হস্তশিল্প নিয়ে অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল নারী উদোক্তা মেলায় ও সম্মাননা স্মারক প্রদান-২০২২ সিলেট জেল রোড পয়েন্ট তুসানস ডাইনিং এন্ড বাংকুইট ১৭২ অনাবিল হামিদভিলা দুতালায় অনুষ্ঠিত হয় হস্তশিল্প ও কারুশিল্পের এক প্রদর্শনী মেলা। বৃহস্পতিবার (২০ অক্টোব) ছিল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক দেবব্রত সিংহ।
প্রায় ২০টি স্টল প্রদর্শনীতে অংশগ্রহণ করে। আয়োজকরা সবগুলো স্টলের পরিচালকদে হাতে প্রশংসাপত্র তুলে দেন। পরে সবগুলো স্টলের মধ্য থেকে বেস্ট স্টলের পুরস্কার প্রদান করা হয় কুঞ্জশ্রী’ প্রতিষ্ঠানকে। কুঞ্জশ্রী’র পরিচালক প্রিয়াশ্রী কর পিউ সেই পদক গ্রহণ করেন। বেস্ট সেলার পুরস্কৃত হন পঞ্চবাহার প্রতিষ্ঠান। সেই সাথে সম্মাননা স্মারক পান সিলেট মহিলা বিষয়ক অধিদপ্তরের ব্লক বাটিক প্রশিক্ষক আইরিন আক্তার আঁখি। সবাই প্রধান অতিথির হাত থেকে পদক ও পুরস্কার গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিসফাক আহমদ মিশু, সাংবাদিক চয়ন চৌধুরী প্রমুখ। নারী উদ্যোক্তা কর্মমুখী জীবন যাপনের অনুপ্রেরণার এই আয়োজনর জন্য উপস্হিত সবাই স্মিথ আইটির প্রশংসা করেন।
Related News
সোনাতলা বাজারে খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে ধানের শীষের লিফলেট বিতরণ
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপিরRead More
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের “অনুষ্ঠান ও বার্তা’র মানোন্নয়ন” বিষয়ে সেমিনার
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে “অনুষ্ঠান ও বার্তার মানোন্নয়ন” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “বেতারRead More

