Main Menu

‘মাহরাম’ ছাড়া হজে যেতে পারবেন নারীরা: সৌদি মন্ত্রী

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ ঘোষণা দিয়েছেন, নারীদের হজে যাওয়ার জন্য মাহরাম (ইসলামে যেসব পুরুষ আত্মীয়ের সঙ্গে নারীর সাক্ষাৎ বৈধ) বাধ্যতামূলক নয়। ফলে এখন থেকে হজ ও ওমরাহ পালনে নারীরা একাই সৌদি আরব যেতে পারবেন।

সোমবার মিসরের কায়রোতে সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দিয়েছেন। সৌদি গেজেট এখবর জানিয়েছে।

সৌদি আরবের মন্ত্রীর এই ঘোষণার ফলে নারী হজযাত্রীদের সফর সঙ্গী হিসেবে মাহরাম বাধ্যতামূলক কিনা তা নিয়ে বিতর্কিত চলমান ছিল সেটির অবসান হলো।

আল-রাবিয়াহ বলেছেন, মক্কার গ্র্যান্ড মসজিদের সম্প্রসারণ কাজে ব্যয় ২০০ বিলিয়ন সৌদি রিয়াল ছাড়িয়ে গেছে। মসজিদটির ইতিহাসে বৃহত্তম ব্যয়ে সম্প্রসারণের কাজ চলমান রয়েছে।

তিনি বলেছেন, বিশ্বের মুসলিম দেশগুলোর জন্য ওমরাহ ভিসা অনুমোদনের কোনও কোটা বা নির্দিষ্ট সংখ্যার সীমা নেই। যে কোনও ধরনের ভিসা নিয়ে সৌদি আরব আসা মুসলিমরা ওমরাহ পালন করতে পারবেন।

আল-রাবিয়াহ আশ্বস্ত করেছেন হজ ও ওমরাহ পালনের ব্যয় কমানোর বিষয়ে সৌদি আরবের আগ্রহের বিষয়ে। তিনি বলেছেন, এটি অনেকগুলো বিষয়ের সঙ্গে যুক্ত।

তিনি উল্লেখ করেছেন, পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববী সফরে আগ্রহী মুসলিমদের জন্য বিভিন্ন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ডিজিটালাইজেশন করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব সরকার।

তিনি বলেন, এগুলোর মধ্যে রয়েছে হজ পালনকারীদের জন্য কিছু সেবা প্রদান করছে রোবট। এছাড়া নাস্ক গড়ে তোলা হয়েছে। যা মসজিদুল হারাম পরিদর্শনকারীদের অনেক সেবা দিয়ে যাচ্ছে। এই নাস্ক প্ল্যাটফর্মের মাধ্যমে সংক্ষিপ্ত সময়ে ওমরাহের অনুমোদন পাওয়া সম্ভব হচ্ছে। এরপর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পাওয়া যাচ্ছে ভিসা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *