সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর পূজা মন্ডপ পরিদর্শণ

করোনা সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে পূজার আনুষ্ঠানিকতা পালনের আহবান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সোমবার (৩ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ) সন্ধ্যায় সিলেট রামকৃষ্ণ মিশনে শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শণ করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তিনি বলেন, শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালনের জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন।
সিলেট একটি আধ্যাত্মিক নগরী। পূন্যভূমি সিলেটের শতবছরের ধর্মীয় সস্প্রীতির ইতিহাস রয়েছে। সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখার আহবানও করেন সিসিক মেয়র।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর এবিএম উজ্জ্বল, সিলেট রাম কৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সিসিকের এসেসর চন্দন দাশ, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।
পরে নগরের মিরাবাজারের বলরাম আখড়া সহ কয়েকটি মন্ডপ পরিদর্শণ করে সিসিক মেয়র। পি সভায় বক্তারা সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর দ্রুত আরোগ্য কামনা করেন।
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More