লাঠিসোঁটা দিয়ে দ্রব্যমূল্য কমানো যাবে না: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, লাঠিসোঁটা দিয়ে দ্রব্যমূল্য কমানো যাবে না। দ্রব্যমূল্য কমাতে আলোচনার টেবিলে আসতে হবে। সভ্যতা-ভব্যতার পথে আসতে হবে। আজ আবারও বলছি, আমাদের সবাইকে আলোচনার পথে আসতে হবে। তিনি বলেন, ‘বাংলাদেশকে আমরা একটি বিশ্বমানের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সেই বিবেচনায় আমাদের বিশ্বমানের আচরণও করতে হবে। আমি বিনয়ের সঙ্গে সব মহলের রাজনীতিকদের বলবো—আসুন, আলোচনা করি।’
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বব্যাংক আয়োজিত ‘দ্য কান্ট্রি ইকোনমিক মেমোরেন্ডাম-চেঞ্জ অব ফেবরিক’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যান ড্যান চেন, বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংকের রিপোর্টে রাজনৈতিক সংঘর্ষের কথা বলা হয়েছে। আমি সংঘর্ষ বলবো না, রাজনৈতিক অনিশ্চয়তা অবশ্যই আছে। আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। আমি বলবো, ঝড় কারও জন্যই মঙ্গলজনক নয়।’
তিনি বলেন, ‘কাগজে রাজনৈতিক সংঘর্ষের খবর দেখি। এটি লুকানোর কোনও বিষয় নয়। আকাশে কালো মেঘ আছে, কিন্তু তাতে বৃষ্টি হবে না।’
এম এ মান্নান বলেন, ‘বিশ্বব্যাংক আমাদের যে পরামর্শ দিয়েছে, তা আমরা অবশ্যই করবো। ব্যাংকিং খাতের সমস্যা আছে। আমরা এগুলো মোকাবিলা করবো, সমাধান করবো। সংস্কার করতেই হবে, আমাদের ভোটাররা এটা চান। এখানে রাজনৈতিক কিছু বিষয় আছে, তা অস্বীকার করার উপায় নেই।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘জোর কদমে হয়তো হাঁটতে পারবো না, তবে সামনে যাবোই। আমরা সঠিক পথে আছি। শেখ হাসিনার কৌশলে দেশের কল্যাণ হচ্ছে। প্রধানমন্ত্রীর কৌশল মানেই দেশের কল্যাণ। তার পরিকল্পনায় দেশের প্রবৃদ্ধি বেড়েছে, খাদ্যঘাটতি কমেছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। বেড়েছে খাদ্য উৎপাদন ও সাক্ষরতার হার। গাড়ি চালিয়ে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছাতে এখন আর কোথাও থামতে হয় না। শ্যামগঞ্জ থেকে সুনামগঞ্জ, টেকনাফ থেকে তেঁতুলিয়া গাড়ি চালিয়ে যাবেন—একটি খাল পার হতেও সমস্যা হবে না। সব খানে সেতু ও কালভার্ট আমরাই করেছি।’
বিশ্বব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশে উচ্চ প্রবৃদ্ধির জন্য ৩টি ঝুঁকি রয়েছে। সেগুলো হচ্ছে—রফতানি প্রতিযোগিতা ক্ষমতা, দুর্বল আর্থিক খাত এবং দ্রুত নগরায়ণ। বিশ্বব্যাংক মনে করে, এসব বিষয় সমাধানে দ্রুত সংস্কার প্রয়োজন। সেটা সম্ভব হলে উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সংস্কারগুলো জোর কদমে এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এখানে রাজনৈতিক একটা বাধা আছে। আমি বলতে পারি, আমাদের কদম সামনে যাবে, তবে আপনারা যত দ্রুত চান, ততটা হয়তো হবে না।’
Related News
সমন্বয়কদের বৈঠক শেষে হাসনাত: উপদেষ্টা নিয়োগে অবশ্যই ছাত্রদের মতামত নিতে হবে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহবায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনের ফসল হলো অন্তর্বর্তী সরকার। তাইRead More
পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’ ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূুসের
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ পৃথিবীকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষা করার জন্য ‘শূন্যRead More