রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সন্ধ্যা রানী পালের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

সিলেটের সদর উপজেলার পল্লবী আবাসিক এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সন্ধ্যা রানী বার্ধক্যজনিত কারণে সকাল ১১টা ৪৫ মিনেটের সময় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
এদিকে সোমবার বিকেলে সিলেটের জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসানের নেতৃত্বে চালিবন্দরস্থ শ্মশানঘাটে মুক্তিযোদ্ধা সন্ধ্যা রানী পালের অন্ত্যেষ্টিক্রিয়ার আগে মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন।
রাষ্ট্রীয় সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার আহ্বায়ক মনোজ কপালী মিন্টু, সদস্য সচিব মো. মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট মহানগর নেতা এজাজ আহমদ, জেলা কমান্ডের নেতা সেলিম আহমদ প্রমুখ। পরিবারের মধ্যে থেকে উপস্থিত ছিলেন, ছেলে অনুপ কুমার দে,উত্তম কুমার পাল, চিত্তরঞ্জন পাল, শিবেন্দু কুমার দে, বিধু ভূষণ চৌধুরী, অর্ঘ দে, অর্পন দে, অর্পন দে, মৃদুল কান্তি দে, মিশণ কুমার দে, রিপন কুমার পাল, দিপঙ্কর ধর, নলয় কান্তি দেব। বিজ্ঞপ্তি
Related News

বিএনপি নেতা মফিজ আলীর মৃত্যুতে খন্দকার মুক্তাদির ও জেলা এবং সদর বিএনপির শোক
সিলেট জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, সাবেক উপদেষ্টা ও সাবেক সদস্য, সদর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সহRead More

একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী শ্রীমতি সুষমা দাশ আর নেই
একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বুধবার বিকেলে সিলেটের হাওলাদার পাড়ার নিজRead More