দূর্যোগ মোকাবেলায় সিলেটের পাশে থাকবে জাতিসংঘ
সিলেটে সাম্প্রতিককালে বয়ে যাওয়া ভয়াবহ বন্যায় জাতিসংঘের পক্ষ থেকে যেভাবে সহায়তা করা হয়েছিল, এমন যেকোনো দুর্যোগ মোকাবেলায় পাশে থাকবে সংস্থাটি।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে এক বৈঠকে এমন তথ্য জানায় জাতিসংঘের বাংলাদেশের প্রতিনিধিদল।
বৈঠকে জাতিসংঘের মানবিক বিষয়ক কর্মকর্তা ও অন্তর্বর্তী উপদেষ্টা আলেয়া ভালদেস তার প্রতিনিধিদলে নেতৃত্ব দেন।
বৈঠক সম্পর্কে জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, বিগত বন্যায় সিলেটে জাতিসংঘের পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। এজন্য বৈঠকে তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। তিনি বলেন, জাতিসংঘ প্রতিনিধিদল একমত হয়েছে যে, ভবিষ্যতেও যদি এরকম বন্যা বা কোনো দুর্যোগ আসে তা মোকাবেলায় সহায়তা করার জন্য জাতিসংঘের পূর্ব প্রস্তুতি রয়েছে।
জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনওয়ার সাদত, জাতিসংঘের মনবিক বিশেষজ্ঞ মো. কাজী শাহিদুর রহমান প্রমূখ। বিজ্ঞপ্তি
Related News
সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী মুজাহিদুর রহমান সামির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী মোঃ মোজাহিদ সামির স্বদেশ সফর শেষে যুক্তরাজ্যRead More
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিলেট সদর উপজেলায় বিক্ষোভ মিছিল
ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক পবিত্র ধর্ম ইসলাম ও প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিরRead More