খুলনায় পটকা মাছ খেয়ে মা-ছেলের মৃত্যু
খুলনা নগরীর লবণচরা থানার মাথাভাঙ্গা রেল ব্রিজের কাছে রান্না করা পটকা মাছ খেয়ে মা পরী বেগম (৬০) ও ছেলে জাহাঙ্গীর (৩৫) নামে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া জাহাঙ্গীরের খালাতো ভাই সাইদুলকে (২৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
মৃত দু’জনের বাড়ি বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে।
মৃত পরী বেগমের প্রতিবেশীরা জানান, পরিবারটি দরিদ্র। তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। পরী বেগম সোমবার দুপুরে রূপসা নদী থেকে পটকা মাছ ধরে রান্না করে ছেলে জাহাঙ্গীর ও বোনের ছেলে সাইদুলকে নিয়ে পটকা মাছ দিয়ে ভাত খান। খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পরী বেগম মারা যান। সন্ধ্যায় হাসপাতালে জাহাঙ্গীর মারা যান। সাইদুল এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক পটকা মাছ খেয়ে মা ও ছেলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
তুমব্রু সীমান্তে আবারও মিয়ানমারের গোলাগুলি
১০ দিন বন্ধ থাকার আবারও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের অংশেRead More
‘মা ফিরেছে লাশ হয়ে, বাবা তো ফিরলো না’
কৃষক হরি কিশোরের দুই ছেলে। বড় ছেলে উজ্জ্বল স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। ছোট ছেলে অজয়Read More