সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ারুল হকের দাফন সম্পন্ন

সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, ৮নং কান্দিগাঁও ইউনিয়নের জাঙ্গাইল গ্রামের বিশিষ্ট মুরব্বি মোঃ আনোয়ারুল হকের দাফন সম্পন্ন হয়েছে।
রোববার বাদ জোহর জাঙ্গাইল সফির উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজের ইমামতি করেন ফতেহপুর জামিয়া রহমানিয়া তায়ীদুল ইসলাম কামিল মাদ্রাসার মুহতামিম মাওলানা শামসুদ্দোহা।
নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন। পরিবারের পক্ষথেকে বক্তব্য রাখেন আনোয়ারুল হকের ছেলে খায়রুল কবির দীপু।
জানাজায় অংশগ্রহণ করেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ, অধ্যাপক সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটি.এম হাসান জেবুল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মনাফ, জাঙ্গাইল সফির উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ রশিদ আহমদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মাষ্টার আব্দুস শুকুর, বিএনপি নেতা মোঃ ওয়ারিছ আলী, ফারুক আহমদ, আওয়ামী লীগ নেতা নজির আহমদ নজির, জুনেদ আহমদ খুরাশানী, এম উস্তার আলী, কাছা মিয়া মেম্বার, মাস্টার আব্দুল মালিক মামুন, জেলা যুবলীগ নেতা এস এম সায়েস্তা তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুহুল তালুকদার, সদর উপজেলা যুবলীগ নেতা ও সদর স্পোর্টস কাডেমির সভাপতি মোঃ ইকলাল আহমদ, সাধারণ সম্পাদক সাংবাদিক ওলিউর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ শাহজাহান, যুগ্ম আহবায়ক প্রভাষক সেলিম আহমদসহ রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
জানাজা শেষে জাঙ্গাইল জামে মসজিদের পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, শনিবার রাত ৮ টা ১০ মিনিটের সময় নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মোঃ আনোয়ারুল হকইন্তেকাল করেছেন।
Related News

সদর বিএনপির শোকসভায় খন্দকার মুক্তাদির: তারেক কালামের অবদান দল চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সদরের প্রত্যেক দুর্যোগময় মুহুর্তে একেএম তারেক কালামের ভূমিকাRead More

বিএনপি নেতা মফিজ আলীর মৃত্যুতে খন্দকার মুক্তাদির ও জেলা এবং সদর বিএনপির শোক
সিলেট জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, সাবেক উপদেষ্টা ও সাবেক সদস্য, সদর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সহRead More