চেতনা যুব পরিষদ এর সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ বলেছেন বৃক্ষ আমাদের অকৃত্রিম ও নিঃস্বার্থ বন্ধু। মানুষের অস্তিত্ব রক্ষা ও সুস্থ থাকার জন্য বৃক্ষায়ন, বনায়ন, সবুজায়ন, জীব বৈচিত্র সংরক্ষণ অত্যন্ত জরুরী। করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অক্সিজেন, যার মূল উৎস হচ্ছে বৃক্ষ। তাই সকলকে বৃক্স রোপনে উৎসাহিত করতে হবে। তিনি স্কুল ক্যাম্পাসে রোপিত বৃক্ষের যতœ ও পরিচর্যার জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের আহবান জানান ।
সোমবার সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়, লাক্কাতুরায় চেতনা যুব পরিষদ সিলেট এর উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য কালে একথা বলেন। চেতনা যুব পরিষদের সভাপতি জুলকার নায়েন এর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হাসিবের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়, লাক্কাতুরা প্রধান শিক্ষক মো জহুর আহমদ অনুষ্টানে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,সিনিয়র শিক্ষক রিটন চন্দ্র দেবনাথ, অলক রঞ্জন পাল,বিকাশ রঞ্জন দাস, চেতনা যুব পরিষদ সিলেট এর সহ-সভাপতি আব্দুস সোবহান আজাদ সহ-সভাপতি রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, সাধারণ সম্পাদক, এইচ এম কাওছার,মৌলানা আমিন উদ্দিন,ডাক্তার মিসাবাউল হক,হাকিম আফরোজ হোসেন, মিসেস ঈমামা জালাল,সফিউল আজম,মো নান্নু মিয়া প্রমুখ।
Related News

জালালাবাদ রোটারি ক্লাবের বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রতি বছরের ন্যায় এবারও মঙ্গলবার (১লা জুলাই) থেকে রোটারী ক্লাব অব জালালাবাদ-এর বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিরRead More

স্কুল শিক্ষিকা রাখি দেবের ভাগ্যে টয়োটা কার, করিম উল্লাহ মার্কেট ঈদ উৎসব র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ সম্পন্ন
সিলেটের বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেট ঈদ উৎসব র্যাফেল ড্র’ ২০২৫ এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।Read More