সংসদ নির্বাচনে ১৫০ আসনে ভোট হবে ইভিএমে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ১৫০টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।
অতিরিক্ত সচিব বলেন, ‘নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, অনূর্ধ্ব ১৫০টি আসনে ইভিএমে নির্বাচন করবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন নির্বাচন কমিশনের কাছে দেড় লাখ ইভিএম আছে। সেটা দিয়ে ৭০-৭৫টি আসনে ভোট করা যাবে। আর আসন সংখ্যা নির্ভর করে ভোটারের সংখ্যার ওপর। ছোট আসন হলে ইভিএম কম লাগবে। বেশি ভোটার হলে ইভিএম বেশি লাগবে।’
বর্তমানে যত ইভিএম আছে, সেগুলো দিয়ে দেড়শ’ আসনে ভোট করা যাবে কিনা—এমন প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, ‘আমরা তো বলিনি ১৫০ আসনে ইভিএমে ভোট হবে। অনধিক ১৫০ আসন বলেছি। এক্ষেত্রে দরকার হলে ইভিএম ক্রয় করতে হবে। কেনার বিষয়ে কমিশন সিদ্ধান্ত দিলে সচিবালয় সেই পদক্ষেপে যাবে। প্রকিউরমেন্টের পথে আমরা যাবো।’
প্রকিউরমেন্টের সিদ্ধান্ত হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের আরও ইভিএম লাগবে। সেক্ষেত্রে প্রকিউরমেন্টে যাবো। আমরা এখন থেকে এই উদ্যোগ নেবো।
সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া হয়েছে কিনা প্রশ্নে অতিরিক্ত সচিব বলেন, ‘এটা কমিশনের বিষয়। তারা সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি বলেন, ‘কোন কোন আসনে ইভিএম হবে, এই বিষয়টি এখনই বলা যাবে না। নির্বাচনের শিডিউল ঘোষণার পর বলা যাবে।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক সংলাপে কতগুলো দল ইভিএমের পক্ষে-বিপক্ষে আলোচনা করেছে, কমিশন সভায় সেটা নিয়ে আলোচনা হয়নি। তবে অভ্যন্তরীণভাবে বিষয়টি আলোচনা করে সব বিষয় আমলে নিয়ে সভায় এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
Related News
সমন্বয়কদের বৈঠক শেষে হাসনাত: উপদেষ্টা নিয়োগে অবশ্যই ছাত্রদের মতামত নিতে হবে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহবায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনের ফসল হলো অন্তর্বর্তী সরকার। তাইRead More
পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’ ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূুসের
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ পৃথিবীকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষা করার জন্য ‘শূন্যRead More