সিলেট সদরে কিশোরীদের মাঝে ঋতু ফাউন্ডেশনের স্যানিটারি ন্যাপকিন ও খাদ্যসামগ্রী বিতরণ
সিলেট সদর উপজেলার ৩ টি ইউনিয়নে ঢাকার ঋতু হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং ফাউন্ডেশনের পক্ষ থেকে ও সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় ২ শত অসহায় কিশোরীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন ও ৫০ টি বেধে সম্প্রদায়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ আগস্ট) সকালে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারের আলীনগর, টুকের বাজার ইউনিয়নের লাক্কাতুরা চা বাগান ও খাদিমপাড়া ইউনিয়নের পীরের বাজার এলাকায় বেধে সম্প্রদায়ের মাঝে ঋতু রিইউজেবল স্যানিটারি স্বাস্থ্যসম্মত পরিবেশবান্ধব স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে ও ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. মতিউর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঋতু হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান শারমিন কবীর।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিলেট সদর উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মো. আফিল উদ্দীন, খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছা. নেছারুন নেছা, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি লুবানা ইয়াছমিন, পরিচালক তপতি রানী দাস, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ঋতু হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান শারমিন কবীর জানান, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বেশ কম। তাই স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে কিশোরীদের সচেতন করা হচ্ছে। আমরা স্যানিটারি ন্যাপকিন বিতরণের মধ্য দিয়ে এই সচেতনতা আরো বাড়াতে চাই।আমরা দেশের বিভিন্ন জেলায় কিশোরীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করছি। বর্তমানে তা অব্যাহত আছে, আমাদের কিশোরীদের তাদের প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতন করতে চাই। সারাদেশে এই উদ্যোগকে এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More