জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত রুখে দাঁড়ানোর আহ্বান বাসদের

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা শাখা।
আজ শনিবার (৬ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় নগরের আম্বরখানায় দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাসদ সিলেট জেলা শাখার নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, নাজিকুল ইসলাম রানা, মনজুর আহমদ, মামুন বেপারি, ইয়াছিন আহমদ, জাহেদ আহমদ, শুক্কুর আলী, ইউসুফ আলী প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘সরকার যেন বারবার প্রমাণ করতে চাইছে জনগণের দুর্ভোগ আর অর্থনীতির শৃঙ্খল বাড়াতেই তার বেশি আগ্রহ ও আনন্দ। নাহলে অনেক ভালো বিকল্প থাকার পরও কীভাবে মাত্র কয়েক মাসের ব্যবধানে ডিজেল, পেট্রোল, অকটেন-এর দাম এমন উচ্চ হারে বাড়ালো?’
সরকার ভুল যুক্তিতে তেলের দাম বাড়িয়েছে মন্তব্য করে তারা বলেন, ‘বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে তাই বাধ্য হয়ে দাম বড়ানো হয়েছে বাড়াতে হচ্ছে। কথাটা বিভিন্ন দিক থেকে ভুল। প্রথমত, এখন বিশ্ববাজারে তেলের দাম উর্ধ্বমুখী না, নিম্নমুখী। দ্রুত কমছে তেলের দাম। দ্বিতীয়ত, এর আগে বিশ্ববাজারে তেলের দাম যখন অনেক কম ছিল তখন সরকার কয়েক বছরে লাভ করেছে ৪৭ হাজার কোটি টাকা। কিছুদিনে যে লোকসান হয়েছে তার তুলনায় এই লাভ কয়েকগুণ বেশি। সরকার জনস্বার্থ ও অর্থনীতির কথা চিন্তা করলে লাভের টাকার একাংশ দিয়েই এই লোকসান ঠেকাতে পারতো।
বক্তারা প্রশ্ন রেখে বলেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন, ‘অকটেন, পেট্রোল আমাদের কিনতে হয় না, দেশেই উদ্বৃত্ত হয়। তাহলে কেন গভীর রাতে পেট্রল,অকটনের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিতে হলো?’
বক্তারা আরো বলেন, ‘জনগণের জীবন দুর্বিষহ করে, অর্থনীতিকে বিপদগ্রস্ত করে সম্পূর্ণ অযৌক্তিকভাবে জ্বালানি তেলের দাম বাড়ানোর পেছনে সরকারের লোকজনদের লুটপাটের কারণে শতচ্ছিন্ন ছালা ভরা ছাড়া আর কোনো যুক্তি পাওয়া যায় না।’ তারা বলেন, ‘সরকার মনে করে, স্বৈরতন্ত্রী দাপটে তারা যা খুশি তাই করতে পারে।’
বক্তারা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
Related News

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: সিলেটি প্রবাসী ও বাণিজ্যের স্বার্থে সিলেট-রিয়াদ ফ্লাইট চালুর দাবি
সাত লাখ সিলেটি প্রবাসী ও বৈদেশিক বাণিজ্যের স্বার্থে সিলেট—রিয়াদ ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন রিয়াদ কমিউনিটিRead More

দৈনিক ডেসটিনির সিলেট জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া
জাতীয় দৈনিক ডেসটিনির সিলেট জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া দৈনিক ডেসটিনির জেলা প্রতিনিধি হিসেবেRead More