সিসিকের ২৬নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন এর উদ্যোগে ও ট্রেনিং কনসালটেন্ট অ্যান্ড হাইজিন স্পেশালিস্ট ইউকে’র জামাল আহমেদ এর অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল ২ আগস্ট মঙ্গলবার সকালে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রেনিং কনসালটেন্ট অ্যান্ড হাইজিন স্পেশালিস্ট ইউকে’র জামাল আহমেদ। বক্তব্য রাখেন ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন।
ওয়ার্ড সচিব সুলতান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিরা চৌধুরী, সহকারী শিক্ষক শিল্পী মহালদার, সমাজসেবী মির্জা দুলাল আহমদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ২৬নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত মহিলাদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ট্রেনিং কনসালটেন্ট অ্যান্ড হাইজিন স্পেশালিস্ট ইউকে’র জামাল আহমেদ বলেন, নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সচেতন হতে হবে। নিজে সুস্থ থেকে অন্যদেরকে সুস্থ থাকার পরামর্শ দিতে হবে। সুস্থতা সুখের মূল। তাই সুস্থ থাকতে সবাইকে সচেতন হয়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পরিষ্কর-পরিচ্ছন্ন থাকতে হবে। আপনরা অসুস্থ হয়ে সুস্থ হওয়ার চেয়ে সচেতন হওয়াটাই জরুরী। তিনি বলেন, স্বাস্থ্য বিধি মেনে চলাফেরা করলে সুন্দর ও সুখীময় জীবন গড়া সম্ভব। তিনি স্বাস্থ্য সম্মত জীবন গড়তে সবাইকে সচেতন হয়ে জীবন যাপনের আহবান জানান। বিজ্ঞপ্তি
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More