সিলেট সদর উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনা, ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে বিনা উস্কানিতে পুলিশের গুলি ও নারকীয় তান্ডবে সদর স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে সিলেট সদর উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে নগরীর টুকেরবার তেমিখী পয়েন্ট থেকে মিছিল বের হয়ে আশপাশ এলাকা প্রদক্ষিণ করে বাইপাস সড়ক পয়েন্টে সভার মাধ্যমে শেষ হয়।
সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক দিলোওয়ার হোসেন সায়েমের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা আলী আব্বাসের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কাশেম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সদর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসনাত, যুগ্ম আহবায়ক নুরুল আলম, আলীউর রহমান আলী, সদস্য বাবুল আহমদ, যুবদল নেতা নুর আহমদ, মিনহাজ, জাহাঙ্গীর, মদনমোহন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরান উদ্দিন অপু, সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শামীম আহমদ শামীম, কান্দিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আসিক মো; আজিম, সদর ছাত্রদল নেতা সানি আহমদ, জাবেদ ইকবাল, পারেছ তানভির, ইমন আহমদ, সাজ্জাদ হোসেন, রাসেল, ওয়াহিদ, জুবেল, ইমন, আব্দুল করিম, হাসান, কামিল, শরীফ, মামুন, দেলওয়ার, সুবেল আহমদ, আবুল হোসেন, আক্তার হোসেন, আব্দুর রহিম, ফখরুল, সুজন আহমদ প্রমুখ।
Related News

দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি, সিলেটে আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ব্যাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় গেলে ১৮Read More

যুক্তরাষ্ট্রে মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির, শহীদ জিয়ার আদর্শ লালন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে আগামীরRead More