প্রেসক্লাবে অমিত হাবিবকে শেষশ্রদ্ধা

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, সাংবাদিক অমিত হাবিবকে শোক ও শ্রদ্ধায় শেষবিদায় জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ বিশিষ্টজনেরা।
শুক্রবার ১১টার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স প্রেসক্লাব চত্বরে পৌঁছায়। এর পর ১১টা ৪০ মিনিটে সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। জানাজা শেষে বিভিন্ন সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তার কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
জানাজায় সম্পাদক পরিষদের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মুস্তাফিজ শফি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, জ্যেষ্ঠ সহসভাপতি হাসান হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল আলম প্রমুখ অংশ নেন।
এর আগে সকাল ১০টা ২০ মিনিটে বাংলামোটরে দেশ রূপান্তরের কার্যালয় প্রাঙ্গণে অমিত হাবিবের প্রথম জানাজা সম্পন্ন হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।
জানাজা শেষে রূপায়ণ গ্রুপ ও তার সহকর্মীদের পক্ষ থেকে প্রয়াত অমিত হাবিবের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানান বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও বিশিষ্টজনেরা।
বৃহস্পতিবার রাত ১১টায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অমিত হাবিবের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
২১ জুলাই রাতে অফিসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন অমিত হাবিব। প্রথমে তাকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে নিউরোসায়েন্সেস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজির বেড় গ্রামের বাড়িতে এশার নামাজের পর পারিবারিক কবরস্থানে এই সাংবাদিককে দাফন করা হবে।
২০১৮ সালে অমিত হাবিব দেশ রূপান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব নেন। এর আগে তিনি দৈনিক কালের কণ্ঠের উপদেষ্টা সম্পাদক ছিলেন। ১৯৮৭ সালে কর্মজীবন শুরু করেন তিনি। পরে সাপ্তাহিক পূর্বাভাস পত্রিকায় যোগ দেন। কাজ করেছেন দৈনিক আজকের কাগজ, ভোরের কাগজ, যায়যায়দিন ও সমকাল পত্রিকায়। চীনের আন্তর্জাতিক বেতারেও কাজ করেছেন তিনি।
Related News

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদের শশুরের মৃত্যুতে সদর উপজেলা যুবদলের শোক
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদের শশুর দক্ষিণ সুরমা উপজেলার বড়ইকান্দি নিবাসী জনাব আব্দুসRead More

যুবদল নেতা সামাদ আহমেদ সাজুর পিতার মৃত্যুতে সিলেট সদর উপজেলা যুবদলের শোক
সিলেট জেলা যুবদলের ১ম সহ কৃষি বিষয়ক সম্পাদক, সদর যুবদলের আহবায়ক কমিটির সদস্য, সাবেক জেলাRead More