সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর সমাপনী অনুষ্ঠিত

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে উদযাপিত সিলেটে সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৯ জুলাই) সকাল ১১টায় সাগর দীঘির মৎস্য ভবম প্রশিক্ষণ মিলনায়তনে সিলেটের জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মণ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারি পরিচালক আল মিনান নূর।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সপ্তাহ ব্যাপী কর্মকাণ্ডের সচিত্র প্রতিবেদন তুলে ধরেন সিনিয়র সহকারী কর্মকর্তা মোঃ আরিফ হোসেন।
আরও বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ছমির উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হেলাল আহমদ, গীতা পাঠ করেন মৎস্য চাষ প্রকৌশলী অরুন বরুন সরকার।
Related News

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সিলেট
ছয় দফা দাবিতে সারাদেশের মতো সিলেটেও সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার দুপুরে নগরীর কেন্দ্রীয়Read More
বাংলা নববর্ষ উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আলোচনা সভা, রচনা চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতারRead More