কাজী নজরুলকে জাতীয় কবি ঘোষণায় গেজেট প্রকাশ কেন নয়: হাইকোর্ট

কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে জাতীয় কবি ঘোষণায় গেজেট প্রকাশ করতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
এছাড়া সংস্কৃতিবিষয়ক সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক ও নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বুধবার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. আসাদ উদ্দিন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রিট আবেদনকারী আইনজীবী মো. আসাদ উদ্দিন।
তিনি বলেন, দেশের আপামর জনগণ, এমনকি ছোট শিশুটিও জানে, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তবে বাস্তবে এর কোনো দালিলিক ভিত্তি নেই। মৌখিকভাবে তিনি জাতীয় কবি হিসেবে পরিচিত হলেও লিখিতভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। যে কারণে রিটটি করা হয়। শুনানি নিয়ে হাইকোর্ট ওই রুল দিয়েছেন।
উল্লেখ্য, গত ২২ জুন কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশের নির্দেশনা চেয়ে মো. আসাদ উদ্দিনসহ সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী ওই রিট করেন।
Related News

প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নেওয়ার নিশ্চয়তা দিলো মিয়ানমার
বাংলাদেশে আশ্রয় নেয়া ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকেRead More

শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রRead More