প্রভাষক উৎপল হত্যা ও স্বপনের হেনস্তাকারীদের বিচারের দাবিতে হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের মানববন্ধন

হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রভাষক উৎপল কুমার সরকারকে হত্যা এবং নড়াইলে শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পড়িয়ে হেনস্তাকারীদের দৃষ্ঠান্তমুলক বিচারের দাবিতে টুকেরবাজার হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে।
শনিবার (২ জুলাই) দুপুর ১২ টায় বিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমদ এর সভাপতিত্বে ও শিক্ষক মোঃ মহিউদ্দিন এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস শুকুর, শিক্ষক রাসেন্দ্র নারায়ণ তালুকদার, বদরুল হুদা, তৃপ্তি সোভা নাথ, মরিয়ম জেসমিন, অল্পনা তালুকদার, রীপা চক্রবর্তী, মোহাম্মদ জাকারিয়া, মোঃ খলিলুর রহমান, মোঃ সোহরাব হোসেন, সুজন চন্দ্র দে, মোঃ আব্দুল্লাহ, মাওলানা শামীম আহমদ, রোহিতাশ্ব তালুকদার, মোঃ এহসানুল হক, মোঃ হাবীবুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ প্রমুখ।
শিক্ষক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রভাষক উৎপল কুমার সরকারকে হত্যা এবং নড়াইলে শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পড়িয়ে হেনস্তাকারীদের দৃষ্ঠান্তমুলক শাস্তি না দিলে অপরাধীদের সাহস আরো বাড়বে। এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের প্রতি জোরালো দাবি জানান তারা।
Related News

সিলেট সদরের ৩ ইউনিয়নে চুরি-ডাকাতি নির্মূলের লক্ষ্যে ১২৩ সদস্যের কমিটি
সিলেট সদর উপজেলার হাটখোলা-জালালাবাদ ও কোম্পানীগঞ্জের ইছাকলস ইউনিয়নে চুরি-ডাকাতি নির্মূলের লক্ষ্যে ১২৩ সদস্যের কমিটি গঠনRead More

আদালতে শাবি ছাত্র বুলবুল হত্যায় ৩ ‘খুনি’র লোমহর্ষক বর্ণনা
গত ২৫ জুলাই নিজ ক্যাম্পাসে খুন হন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীRead More